ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তামাকপণ্যে করারোপ বিষয়ে আজ প্রাক-বাজেট আলোচনা

প্রকাশিত: ০৪:৫১, ৩ মে ২০১৮

তামাকপণ্যে করারোপ বিষয়ে আজ প্রাক-বাজেট আলোচনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের ব্যবহার কমাতে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে তামাকপণ্যে যুগোপযোগী ও কার্যকর করারোপের দাবিতে আজ বৃহস্পতিবার আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এদিন সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিতভাবে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) আব্দুল মালিক। এতে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস, দ্য ইউনিয়ন ও ভাইটাল স্ট্র্যাটেজিসসহ অন্যান্য তামাক বিরোধী সংগঠনসমূহের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তামাক জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর একটি পণ্য। সপ্তম-পঞ্চমবার্ষিকী পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার স্বাস্থ্যসংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জনে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি ‘এফসিটিসি’র বাস্তবায়নকে অন্যতম কৌশল হিসেবে নির্ধারণ করা হয়েছে। তামাকপণ্যের ওপর কার্যকর করোপের সহজলভ্যতা হ্রাস করে।
×