ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইফোন বিক্রি সামান্য বেড়েছে

প্রকাশিত: ০৪:৪৯, ৩ মে ২০১৮

আইফোন বিক্রি সামান্য বেড়েছে

আগের বছরের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে সামান্য বেড়েছে আইফোনের বিক্রি। চলতি বছরের মার্চে শেষ হওয়া প্রান্তিকে মোট আইফোন বিক্রি হয়েছে ৫.২২ কোটি। এক বছর আগে এই প্রান্তিকে সংখ্যাটি ছিল ৫.১ কোটি। এ নিয়ে এক বছরে এ্যাপলের অর্থবছরের প্রথম প্রান্তিকের চেয়ে কমেছে আইফোন বিক্রি। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি আইফোন বিক্রি করেছিল ৭.৭৩ কোটি। মঙ্গলবার চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষকরা ধারণা করেছিলেন মার্চ প্রান্তিকে মোট আইফোন বিক্রি হবে ৫.৩ কোটি। প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ ডিভাইস আইফোন ১০-এর চাহিদা কম থাকায় এমনটা ধারণা করেছিল ফ্যাক্টসেট। আগের বছর সেপ্টেম্বরে সবচেয়ে দামী আইফোনের ঘোষণা দেয় এ্যাপল। প্রাথমিক পর্যায়ে চাহিদা মতো আইফোন ১০ সরবরাহ করতে হিমশিম খেতে হয় প্রতিষ্ঠানটিকে। -অর্থনৈতিক রিপোর্টার
×