ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় ‘ভুয়া সংবাদবিরোধী’ আইনে প্রথম দন্ড

প্রকাশিত: ০৪:৩৬, ৩ মে ২০১৮

মালয়েশিয়ায় ‘ভুয়া  সংবাদবিরোধী’  আইনে প্রথম দন্ড

সামাজিক যোগাযোগের মাধ্যমে পুলিশকে নিয়ে সমালোচনার দায়ে ‘ভুয়া সংবাদবিরোধী’ নতুন আইনে প্রথমবারের মতো এক ডেনিশ নাগরিককে দন্ডিত করেছে মালয়েশিয়ার আদালত। ইয়েমেনি বংশোদ্ভূত সালাহ সালাম সালেহ সুলাইমান নামে ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি একটি ইউটিউব ভিডিও ছড়িয়ে দিয়েছেন, যাতে ফিলিস্তিনী এক প্রভাষককে গুলি করার ঘটনায় পুলিশ ৫০ মিনিট দেরিতে পৌঁছায় বলে অভিযোগ করা হয়। তবে রাজধানী কুয়ালালামপুরে ওই গুলির ঘটনায় সাড়া দিতে তাদের মাত্র আট মিনিট সময় লেগেছিল বলে দাবি করে পুলিশ পাল্টা তার বিরুদ্ধে মামলা করে। খবর ওয়েবসাইট। সুলায়মানের বিরুদ্ধে আনা অভিযোগপত্রে বলা হয়, ‘হীন উদ্দেশ্যে ইউটিউব ভিডিওর মাধ্যমে তিনি ভুয়া খবর প্রকাশ করেছেন।’ অভিযুক্ত সুলায়মান নিজের অপরাধ স্বীকার করে বলেন, তিনি ভিডিওটি ‘রাগের মুহূর্তে’ পোস্ট করেছেন। তিনি বলেন, ‘আমি এক ভুল করেছি ... শুধু মালয়েশিয়ার পুলিশের কাছে নয়, আমি দেশটির সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত।’
×