ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক মিত্র আর নেই

প্রকাশিত: ০৪:৩৫, ৩ মে ২০১৮

 প্রখ্যাত অর্থনীতিবিদ  অশোক মিত্র  আর নেই

উপমহাদেশের প্রখ্যাত প-িত ও মার্কসবাদী অর্থনীতিবিদ অশোক মিত্র আর নেই। তিনি মঙ্গলবার সকালে মধ্য কলকাতার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।- খবর জি নিউজ এ দিন দুপুরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কলকাতার আলীপুরের বাসভবনে। সেখানে বিকেল ৪টা পর্যন্ত তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপরে মরদেহ নিয়ে বের হয় একটি শোকমিছিল। এই মিছিল শেষ হয় দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে অশোক মিত্র চলে যান কলকাতায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলেও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ভর্তি করেনি। এরপর তিনি চলে যান উত্তর প্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি নেদারল্যান্ডসের ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজে অর্থনীতি নিয়ে শিক্ষকতাও করেন। ১৯৫৩ সালে ইউনিভার্সিটি অব রটারডাম থেকে পিএইচডি করেন তিনি। ১৯৬০ সালে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ইকোনমিক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে কাজ করেন। ১৯৭০ সালে অশোক মিত্র ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দেন।
×