ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট চুক্তির কার্যক্রম স্থগিত করার ক্ষমতা পেল পার্লামেন্ট

প্রকাশিত: ০৪:৩৫, ৩ মে ২০১৮

ব্রেক্সিট চুক্তির কার্যক্রম স্থগিত করার ক্ষমতা পেল পার্লামেন্ট

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া নিয়ে চূড়ান্ত চুক্তিতে বাধা দেয়া বা বিলম্বিত করার ক্ষমতা পার্লামেন্টকে দেয়ার পক্ষে ভোট দিয়েছে ব্রিটেনের হাউস অব লর্ডস। এতে পার্লামেন্টের উচ্চ কক্ষের এই ভোটাভুটিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র সরকারের পরাজয় ঘটেছে।- খবর বিবিসি প্রধানমন্ত্রী মে সরকারের ব্রেক্সিট পরিকল্পনায় ‘অর্থবহ ভোট’ সংশোধনী আনার পক্ষে ৩৩৫ ভোট পড়ে, বিপক্ষে পড়ে ২৪৪ ভোট। নতুন এ সংশোধনীর ফলে ব্রেক্সিট বিষয়ে চূড়ান্ত সমঝোতা হওয়ার পরও যদি তা পার্লামেন্ট সদস্যরা অনুমোদন না করেন, তাহলে মন্ত্রিদের ফের ব্রাসেলসের আলোচনার টেবিলে পাঠানো কিংবা চুক্তির কার্যক্রম স্থগিত করার ক্ষমতা পেতে পারে ব্রিটিশ পার্লামেন্ট। ব্রাসেলসের চূড়ান্ত চুক্তি পার্লামেন্ট খারিজ করে দিলে সরকারকে হাউস অব কমন্সের ঠিক করে দেয়া পথে হাঁটতে হবে বলেও এ সংশোধনীতে বলা হয়েছে। ব্রেক্সিটের চূড়ান্ত চুক্তি নিয়ে পার্লামেন্টে ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল মে’র সরকার। যদিও তাদের প্রস্তাব ছিল, সাংসদরা কেবল ব্রাসেলসের চূড়ান্ত চুক্তি নিয়ে তাদের পছন্দ অথবা অপছন্দের কথা জানাতে পারবেন। চুক্তি বাতিল কিংবা এর কার্যক্রম বাস্তবায়নে তাদের সিদ্ধান্তের এখতিয়ার থাকবে না। হাউস অব লর্ডস ওই প্রস্তাবের ওপর ‘অর্থবহ ভোটাধিকার’ প্রয়োগের সংশোধনী আনল। ‘সাংবিধানিক সঙ্কট সৃষ্টি করা কিংবা কমন্সকে (নিম্নকক্ষ) মধ্যস্থতার নেতৃত্ব দিতে এটি (সংশোধনী) আনা হয়নি। ব্রেক্সিট বিষয়ে চূড়ান্ত সমঝোতাটি যথেষ্ট ভাল হয়েছে কী না, এতে কমন্স ও পার্লামেন্টকে সে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দেয়া হয়েছে,’ ভোটের পর বলেন লেবার পার্টির ব্রেক্সিট বিষয়ক মুখপাত্র ডায়ান হেইটার। সাম্প্রতিক মাসগুলোতে সরকারের ব্রেক্সিট বিষয়ক পরিকল্পনায় এ নিয়ে সাতবার বাধ সাধল হাউস অব লর্ডস।
×