ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিচারপতি আমিরুল কবির চৌধুরীর ইন্তেকাল

প্রকাশিত: ০৪:৩১, ৩ মে ২০১৮

 বিচারপতি আমিরুল  কবির চৌধুরীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বুধবার নগরীর চান্দগাঁও বি ব্লক, বড় মসজিদে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়। আমিরুল কবির চৌধুরীর জন্ম ১৯৪০ সালের ২৩ জুন কক্সবাজার জেলার রামু উপজেলার নোনাছড়ি গ্রামে। শিক্ষাজীবন শেষে তিনি কক্সবাজারেই আইন পেশায় যোগ দেন। এরপর তিনি হাইকোর্ট এবং আপীল বিভাগে একই পেশায় যোগদান করেন। ১৯৯৬ সালে তিনি হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০০৪ সালে আপীল বিভাগে বিচারপতি হিসেবে যোগ দেন। ২০০৭ সালে তিনি শ্রম ও আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হন। ২০০৮ সালে বাংলাদেশ মানবাধিকার কমিশন গঠিত হলে তিনি কমিশনের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
×