ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যাল

১০০ বলের ক্রিকেট শুরু বাংলাদেশে

প্রকাশিত: ০৪:২৯, ৩ মে ২০১৮

১০০ বলের ক্রিকেট শুরু বাংলাদেশে

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড ১০০ বলের ক্রিকেট চালু করার ভাবনা করেছে। ইংল্যান্ডে এই নতুন ফরমেটের ক্রিকেট পুরোদমে চালু হওয়ার আগেই বাংলাদেশে তা শুরু হয়ে গেছে। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালের (এমসিসি) মাধ্যমেই বাংলাদেশে ১০০ বলের ক্রিকেট শুরু হয়ে গেল। বুধবার শুরু হয়েছে এমসিসি ক্রিকেট প্রতিযোাগিতা। উদ্বোধনী দিনে জয় পেয়েছে বেক্সিমকো ঢাকা মাস্টার্স আর এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স। প্রথম ম্যাচে ফারুক আহমেদের খুলনা মাস্টার্সের বিপক্ষে ১ রানের নাটকীয় জয় পেয়েছে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বেক্সিমকো ঢাকা মাস্টার্স। মাস্টার্স সিক্সার্সের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স। এক শ’ বলের খেলার নিয়মটি ইংল্যান্ড চালু করতে চেয়েছিল শেষ ওভারকে আমলে নিয়ে। আকর্ষণ বাড়াতে। ১৫ ওভার ঠিকমতই হবে। একজন বোলার ৬ বল করে করবে। ১৬তম ওভারটি ১০ বলের হবে। শেষ ওভারটিতে তিন বোলার বোলিং করবেন। ইংল্যান্ডে এ ধরনের ক্রিকেট চালু হওয়ার আগে বাংলাদেশেই তা চালু হয়ে গেছে। তবে শেষ ওভারটিতে একজন বোলারই বোলিং করেছেন। মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালের তৃতীয় আসর চলছে। এ আসরে নতুনত্ব নিয়ে আসা হয়েছে। এর আগে টুর্নামেন্টটা গত দুই বছর সফলভাবে হয়েছে। গত দুই আসরে এ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ৬ দল অংশ নেয়। এবার অংশ নিচ্ছে পাঁচ দল। ক্রিকেটার সঙ্কটে এবার পাঁচ দল অংশ নিচ্ছে। বেক্সিমকো ঢাকা মাস্টার্স, সিক্সার্স সিলেট মাস্টার্স, আম্বার চট্টগ্রাম মাস্টার্স, রাজশাহী মাস্টার্স ও খুলনা মাস্টার্স অংশ নেবে। পাঁচ দলের সবাই একে অপরের বিপক্ষে খেলবে লীগপর্বে। সেরা দুই দল ফাইনালে খেলবে। যাদের শ্রম, মেধা আর নিবিড় অধ্যবসায়ে সমৃদ্ধ হয়েছে এদেশের ক্রিকেট, আবারও মাঠের ক্রিকেটে ফিরেছেন স্বর্ণালী সে সময়ের তারকারা। বাংলাদেশের জার্সি গায়ে যারা জাতীয় দল, ‘এ’ দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে কমপক্ষে ৫ বছর খেলেছেন তাদের অংশগ্রহণে তৃতীয়বারের মতো এ টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রতিটি দল আইকনসহ ৫ ক্রিকেটারকে এবারের আসরের জন্য আগেই নিশ্চিত করেছে। বাকি ক্রিকেটারদের ‘প্লেয়ার ড্রাফটে’ নেয়া হয়েছে। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে ঢাকা, আকরাম খানের নেতৃত্বে চট্টগ্রাম, খুলনার নেতৃত্বে ফারুক আহমেদ, রাজশাহীর নেতৃত্বে খালেদ মাসুদ পাইলট, সিলেটের নেতৃত্বে নাইমুর রহমান দুর্জয় আছেন। প্রতিবারের মতো চারদিনের এ টুর্নামেন্টে সাবেকদের মিলনমেলা হচ্ছে।
×