ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফুটবল রাইটার্সের বর্ষসেরা সালাহ

প্রকাশিত: ০৪:২৮, ৩ মে ২০১৮

ফুটবল রাইটার্সের বর্ষসেরা সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ নজরকাড়া ধারাবাহিক পারফর্মেন্সের পুরস্কার পেতে শুরু করেছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড ইতোমধ্যে জিতেছেন প্রফেশনাল ফুটবলার এ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এবার তিনি জিতে নিয়েছেন ইংল্যান্ড ফুটবল রাইটার্স এ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। সেরা হিসেবে ২৫ বছর বয়সী এই তারকার নাম ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। সালাহ এবার হারিয়েছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ামের ফুটবলার কেভিন ডি ব্রুইনকে। তার চেয়ে ২০ ভোট বেশি পেয়ে সেরা হয়েছেন সালাহ। তৃতীয় হয়েছেন টটেনহ্যাম হটস্পারের তারকা হ্যারি কেন। মোট ৪০০ জন রাইটার্স ভোটাভুটিতে অংশ নেন। গৌরবময় এ দু’টি পুরস্কার ছাড়াও চলতি মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগের এক মৌসুমে তিনবার ‘প্লেয়ার অব দ্য মান্থ’য়ের পুরস্কার জিতেছেন সালাহ। নবেম্বর, ফেব্রুয়ারির পর মার্চেও মাসের সেরা খেলোয়াড় হন তিনি। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস রচনা করেন। কারণ এর আগে একই মৌসুমে এমন কীর্তি গড়তে পারেননি অন্য কোন খেলোয়াড়। এদিকে প্রিমিয়ার লীগে স্টোক সিটির খেলোয়াড়কে আঘাত করার অভিযোগ উঠেছে সালাহ’র বিরুদ্ধে। গেল শনিবার অনুষ্ঠিত ম্যাচটির ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ)। অভিযোগ প্রমাণিত হলে লীগে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। অবশ্য চলতি মৌসুমে লীগে আর মাত্র ২টি ম্যাচ বাকি আছে লিভারপুলের। নিজেদের ৩৬তম ম্যাচে স্টোক সিটির মুখোমুখি হয়েছিল লিভারপুল। খেলাটি ছিল লিভারপুলের মাঠ এ্যানফিল্ডে। তারপরও সমানতালে লড়াই করে স্টোক সিটি। ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য। শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচটি। ম্যাচের বিরতির কিছুক্ষণ আগে স্টোক সিটির ডিফেন্ডার ব্রুনো মার্টিনস ইন্ডির সঙ্গে বল দখলের সময়ে তার মুখে আঘাত করে বসেন সালাহ। এরপর ম্যাচ শেষে সালাহ’র বিপক্ষে অভিযোগ আনে স্টোক সিটি। সেই অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে এফএ। এ জন্য তিন সদস্যের একটি প্যানেলও গঠন করেছে এফএ। এফএ’র নিয়মে রয়েছে, যদি খেলা চলাকালীন ম্যাচ পরিচালনাকারীরা মাঠের সহিংস ঘটনাগুলো ভুলবশত দেখতে না পারেন তবে সাবেক রেফারিদের প্যানেলের সদস্যরা তাদের সর্বসম্মতিক্রমে ওই খেলোয়াড়কে লালকার্ড প্রদান করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ফুটেজে সালাহ’র দোষ প্রমাণিত হলে লালকার্ডের কারণে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন লিভারপুলের মিসরীয় এ তারকা খেলোয়াড়। ফলে লীগের বাকি দু’ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে। আর একটি ম্যাচ আগামী মৌসুমে খেলতে পারবেন না সালাহ। চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্মেন্স করে চলেছেন সালাহ। ইতোমধ্যে লীগে ৩৬ ম্যাচে ৩১ গোল করেছেন। আর এক গোল হলেই প্রিমিয়ার লীগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়বেন। কিন্তু নিষিদ্ধ হবার সম্ভাবনা থাকায় সেই রেকর্ড গড়ার সুযোগ এখন হুমকির মুখে। তবে গোল্ডেন বুটের দৌড়ে বেশ ভালভাবেই টিকে আছেন সালাহ।
×