ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদায়ের প্রহর গুনছে মুম্বাই

প্রকাশিত: ০৪:২৭, ৩ মে ২০১৮

বিদায়ের প্রহর গুনছে মুম্বাই

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হারের পর ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকইনফো’র শিরোনাম ‘মুম্বাই অলমোস্ট আউট!’ হ্যাঁ ৮ ম্যাচের ৬টিতে হেরে কার্যত শেষ চারের রেস থেকে অনেকটাই দূরে সরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কাগজে-কলমে যেটুকু আশা টিকে আছে, সেটিও সহজ নয়। একের পর এক হারে মুহ্যমান দলটিকে লীগপর্বে বাকি ৬ ম্যাচের সবকটিই জিততে হবে। শুক্রবার নিজেদের নবম ম্যাচে রোহিত শর্মাদের প্রতিপক্ষ টেবিলের ওপরের সারিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব। ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তা বাদ দিয়ে যেটা প্রায় অসম্ভব। বলতে গেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরে লীগপর্ব থেকেই বিদায়ের প্রহর গুনছে গতবারের শিরোপাধারী দলটি। টানা দুই ম্যাচে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বসিয়ে রাখায় সমালোচনার মুখে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। এবার নিজেদের ইতিহাসের নিকৃষ্ট সূচনা করে মুম্বাই। ৮ ম্যাচ খেলে মাত্র ২ জয়। হেরেছে বাকি ৬ ম্যাচেই। তবে এর আগে ২০১৪ সালের আসরেও প্রথম ৮ ম্যাচের ৬টিতেই হেরে গিয়েছিল তারা এবং মজার বিষয় হচ্ছে ২০১৭ সালের মতো ২০১৩ সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। অর্থাৎ শিরোপা জেতার পরের দুই মৌসুমেই খাবি খেতে হচ্ছে তাদের। তবে মুম্বাইয়ের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে এটি যে, ২০১৪ সালের আসরে প্রথম ৮ ম্যাচের ৬টিতে হেরেও শেষ চারে উঠতে পেরেছিল তারা এবং চতুর্থ হয়েই টুর্নামেন্ট শেষ করেছিল। আবারও ২০১৪ সালের সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হলে বাকি থাকা ৬ ম্যাচের সবক’টিতে জিততে হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের। পরবর্তী ৬ ম্যাচে মুম্বাইয়ের প্রতিপক্ষরা হচ্ছে যথাক্রমে কিংস ইলেভেন পাঞ্জাব (৪ মে), কলকাতা নাইট রাইডার্স (৬ মে), কলকাতা নাইট রাইডার্স (৯মে), রাজস্থান রয়্যালস (১৩ মে), কিংস ইলেভেন পাঞ্জাব (১৬ মে) এবং দিল্লী ডেয়ারডেভিলস (২০ মে)। অর্থাৎ দুর্দান্ত খেলতে থাকা কলকাতা এবং পাঞ্জাবের বিপক্ষে ২টি করে ৪টি ম্যাচ খেলতে হবে রোহিত শর্মাদের। বাকি ২ ম্যাচের প্রতিপক্ষ রাজস্থান এবং দিল্লী। যার একটিতে হারলেই পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই শেষ হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের মিশন। আইপিএল পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট চেন্নাই ৮ ৬ ২ ০ ১২ ০.৫৫৩ হায়দরাবাদ ৮ ৬ ২ ০ ১২ ০.৫১৪ পাঞ্জাব ৭ ৫ ২ ০ ১০ ০.২২৮ কলকাতা ৮ ৪ ৪ ০ ৮ ০.১১০ ব্যাঙ্গালুরু ৮ ৩ ৫ ০ ৬ -০.৩০১ রাজস্থান ৭ ৩ ৪ ০ ৬ -০.৭৫১ মুম্বাই ৮ ২ ৬ ০ ৪ -০.০৫৯ দিল্লী ৮ ২ ৬ ০ ৪ -০.৫০৯ বুধবার দিল্লী-রাজস্থান ম্যাচের আগ পর্যন্ত
×