ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেডিয়েন্টের কাছে বড় হারে আবাহনীর স্বপ্নভঙ্গ

প্রকাশিত: ০৪:২৪, ৩ মে ২০১৮

রেডিয়েন্টের কাছে বড় হারে আবাহনীর স্বপ্নভঙ্গ

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি কাপের গ্রুপ (‘ই’) পর্বে নিউ রেডিয়েন্ট ক্লাবের বিপক্ষে ফিরতি ম্যাচে জিততে পারলে মূলপর্বে যাওয়ার আশা কিছুটা হলেও জিইয়ে থাকতো ঢাকা আবাহনীর। কিন্তু সেই আশার সলিল সমাধি ঘটেছে। বুধবার মালের রাসমি ধান্দু স্টেডিয়ামে মালদ্বীপের নিউ রেডিয়েন্টের কাছে ১-৫ গোলে বিধ্বস্ত হয়েছে আকাশী-হলুদরা। ফলে এই ম্যাচেই পরবর্তী রাউন্ডে যাবার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনীর। এএফসি কাপের গ্রুপপর্বে ঢাকা আবাহনীর শেষ ম্যাচ ১৬ মে। ভারতের ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও ফ্লাডলাইট সমস্যার কারণে এখনও তা অনিশ্চিত। ম্যাচের নির্ধারিত দিনের আগে ফ্লাডলাইট সমস্যার সমাধান না করতে পারলে ম্যাচটি ঢাকা থেকে সরিয়ে নেবার হুমকি দিয়ে রেখেছে এএফসি। গত ৭ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘হোম’ ম্যাচেও আবাহনী ০-১ গোলে হেরে গিয়েছিল রেডিয়েন্টের কাছে। এই আসরে ভাল কিছু করার লক্ষ্য ছিল আবাহনীর। প্রথম দুই ম্যাচ হারলেও ভাল খেলেছিল তারা। তৃতীয় ম্যাচে এসে কুড়িয়ে নেয় দুর্দান্ত জয়। গুয়াহাটিতে স্বাগতিক আইজলকে হারায় ৩-০ গোলে। কিন্তু নিজেদের মাঠেই ফিরতি ম্যাচে বাজে খেলে আইজলের সঙ্গে ১-১ গোলে হতাশার ড্র করে। বুধবারের পর পাঁচ ম্যাচে এখন আবাহনীর পয়েন্ট ৪। পয়েন্ট টেবিলে অবস্থান চার দলের মধ্যে তৃতীয়। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেডিয়েন্ট (একইদিনে অনুষ্ঠিত ব্যাঙ্গালুরু-আইজল ম্যাচের আগ পর্যন্ত)। চোটের কারণে মিডফিল্ডার সোহেল রানা খেলতে পারেননি নিউ রেডিয়েন্টের বিপক্ষে। ডিফেন্ডার নাসির উদ্দিনও তাই। ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে ডান পায়ের শটে রেডিয়েন্টকে এগিয়ে দেন আলি ফাসির (১-০)। ৪৬ মিনিটে আবাহনীর সাদ উদ্দিনের পাস থেকে বক্সের ডানপ্রান্ত থেকে জাপানী খেলোয়াড় সেইয়া কোজিমা ডান পায়ের শটে ব্যবধান কিছুটা কমান (১-১)। কিন্তু আশার পালে হাওয়া লাগিয়েও শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের। ৫১ মিনিটে মোহামেদ ওমাইরের থ্রু বলে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন আলী ফাসির (২-১)। এর ঠিক ৫ মিনিট পর আবারও আবাহনীর জালে বল। গোলের নায়ক সেই ফাসিরই (৩-১)। হ্যাটট্রিক করেন ফাসির। এবার তাকে বলের যোগান দেন আলী আশফাক। ৫৮ মিনিটে বক্সের মাথা থেকে আলী আশফাক নিজেই গোল আদায় করে নেন (৪-১)। ৮৮ মিনিটে আবাহনীর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ‘দক্ষিণ এশিয়ার মেসি’ খ্যাত আলী আশফাক। তাকে বলের যোগান দেন মোহামেদ উমাইর (৫-১)। আর এই গোলেই পরবর্তী রাউন্ডে যাবার স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে যায় ঢাকা আবাহনীর।
×