ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চাশ ওভারের ক্রিকেটে দুইয়ে নেমে গেছে বিরাট কোহলির ভারত, অপরিবর্তিত সপ্তম স্থানে বাংলাদেশ, টি২০তে শ্রীলঙ্কার ;###;ওপরে আফগানিস্তান

পাঁচ বছর পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

প্রকাশিত: ০৪:২২, ৩ মে ২০১৮

পাঁচ বছর পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর ব্যাপক পরিকল্পনা হাতে নেয় ইংল্যান্ড। এ্যালিস্টার কুককে সরিয়ে ঠিক তার আগেই ইয়ন মরগানকে অধিনায়ক করা হয়। পাওয়ার ক্রিকেটের প্রদর্শনীতে আসতে থাকে চিত্তাকর্ষক সব সাফল্য। আগামী বছর ঘরের মাটিতে আরেকটি বিশ্বকাপের আগে সেই ইংল্যান্ড উঠে এলো আইসিসি র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। তাও দীর্ঘ ৫ বছর পর। এর আগে সর্বশেষ ২০১৩ সালে পঞ্চাশ ওভারের ক্রিকেটে শীর্ষে ছিল কুলিন ইংলিশরা। ফলে দুইয়ে নেমে গেছে মোড়লদের বড় মোড়ল ভারত। ওয়ানডেতে সেরা পাঁচে পরের তিনটি স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ছয়ে পাকিস্তান। বাংলাদেশের সপ্তম স্থান অপরিবর্তিত, তবে রেটিং পয়েন্ট বেড়ে অবস্থান আরও শক্ত হয়েছে টাইগারদের। ওদিকে টি২০ র‌্যাঙ্কিংয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বরে উঠে এসেছে আফগানিস্তান! যথারীতি ছোট্ট ফরমেটের শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান। ওয়ানডেতে ৮ পয়েন্ট বেড়ে ইংল্যান্ডের রেটিং পয়েন্ট এখন ১২৫। ১ পয়েন্ট হারিয়ে ভারতের পয়েন্ট ১২২। হালনাগাদে ২০১৪-১৫ মৌসুমের পারফর্মেন্স বিবেচনার বাইরে চলে যাওয়াতেই ইংল্যান্ডের এই উন্নতি। বাজে কাটানো ওই মৌসুমে ২৫ ওয়ানডের মাত্র ৭টি জিততে পেরেছিল ইংল্যান্ড। বিশ্বকাপে বাদ পড়েছিল প্রথম রাউন্ডে। তারপরই ২০১৫-১৬ মৌসুম থেকে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়েছে অবিশ্বাস্যভাবে। শেষ তিন বছরে ৬৩ ওয়ানডে খেলে ৪১ জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ভারত এই সময়ে ৫৯ ম্যাচে ৩৯ জয় পেয়েছে। সেটির পুরস্কার মিলল র‌্যাঙ্কিংয়ে। ২০১৩ সালের জানুয়ারির পর প্রথমবার ওয়ানডের শীর্ষে উঠল ইংলিশরা। চার রেটিং পয়েন্ট হারিয়ে দক্ষিণ আফ্রিকা নেমে গেছে দুই থেকে তিনে। পাঁচে থাকা বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া হারিয়েছে ৮ রেটিং পয়েন্ট। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের তিনে দক্ষিণ আফ্রিকা। পরের তিনটি দল যথাক্রমে নিউজিল্যান্ড (১১২ রেটিং পয়েন্ট), অস্ট্রেলিয়া (১০৪ রেটিং পয়েন্ট) ও পাকিস্তান (১০২ রেটিং পয়েন্ট)। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ের সাতে। টাইগারদের নামের পাশে ৩ রেটিং পয়েন্ট যোগ হয়েছে। অবস্থানের পরিবর্তন হয়নি। তবে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে আরও সংহত হয়েছে সাত নম্বর অবস্থান। রেটিং পয়েন্ট কমেছে আটে থাকা শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার চেয়ে তাই আরও এগিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা হারিয়েছে মোট ৭ পয়েন্ট। শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ এগিয়ে এখন ১৬ পয়েন্ট। তবে ছয়ে থাকা পাকিস্তান আরও একটু এগিয়ে গেছে বাংলাদেশ থেকে। ৬ পয়েন্ট যোগ হয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১০২। বাংলাদেশের পয়েন্ট ৯৩, শ্রীলঙ্কার ৭৭। এর পরের দলগুলো যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (৬৯ রেটিং পয়েন্ট), আফগানিস্তান (৬৩ রেটিং পয়েন্ট), জিম্বাবুইয়ে (৫৫ রেটিং পয়েন্ট) ও আয়ারল্যান্ড (৩৮ রেটিং পয়েন্ট)। টি২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে যথাক্রমে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে নিচের দিকে সুখবর মিলেছে আফগানিস্তানের জন্য। শ্রীলঙ্কাকে নয়ে নামিয়ে আফগানরা উঠে গেছে আটে। বাংলাদেশ আগের মতোই আছে দশে।
×