ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এমএলএম ফাঁদ ২৩ কর্মকর্তার জিজ্ঞাসাবাদ চলবে জেলগেটে

প্রকাশিত: ০৫:৩৮, ১ মে ২০১৮

এমএলএম ফাঁদ ২৩ কর্মকর্তার জিজ্ঞাসাবাদ চলবে  জেলগেটে

কোর্ট রিপোর্টার ॥ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে ভুয়া এমএলএম কোম্পানি খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২৩ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম প্রনব কুমার হুইয়ের আদালতে এ আদেশ দেন। গতকাল মামলটির তদন্ত কর্মকর্তা উত্তরা থানার (পুলিশ পরিদর্শক) নাসির উদ্দিন মামলার ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। এ দিকে আাসমিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। গত শনিবার রাতে রাজধানী ঢাকার উত্তরা ১০ নং সেক্টরের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করে র‌্যাব-১১। মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুয়া এমএলএম কোম্পানিটি ৩টি ভিন্ন প্যাকেজে যথাক্রমে ২৭ হাজার ১শ’, ৩৭ হাজার ১শ’ ও ৪৭ হাজার ১শ’ টাকা গ্রহণ করে। বিনিময়ে তাদের বেতনের প্রতিশ্রুতি দেয়া হয়। পরবর্তী সময়ে প্রশিক্ষণের নামে সপ্তাহখানেক কালক্ষেপণ করে প্রত্যেককে নতুন ২ জন সদস্য সংগ্রহের শর্ত দেয়া হয়। বলা হয়, নতুন সদস্য সংগ্রহ করে দিলে কমিশন দেয়া হবে। অভিযোগ মতে, যারা সদস্য দিতে পারছিল না তাদের খালি স্ট্যাম্প ও আপসনামায় জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তাড়িয়ে দেয়া হচ্ছিল। প্রতিবাদ করলে ভাড়াটিয়া লোকজন দিয়ে নির্যাতনও করা হচ্ছিল।
×