ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বহুলী ইউনিয়ন কাজীপুর-১ এ যুক্ত করায় নাসিমের ক্ষোভ

প্রকাশিত: ০৫:৩৭, ১ মে ২০১৮

বহুলী ইউনিয়ন  কাজীপুর-১ এ যুক্ত করায়  নাসিমের ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচন কমিশন কর্তৃক জেলার সদর উপজেলার একটি ইউনিয়নকে তাঁর নির্বাচনী এলাকার সঙ্গে যুক্ত করে দেয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার এক বিবৃতিতে মোহাম্মদ নাসিম বলেন, সিরাজগঞ্জ-১ সংসদীয় আসন কাজীপুর উপজেলার ১২টি এবং সদর উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই সংসদীয় এলাকায় ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ১৫৩। কিন্তু নির্বাচন কমিশন হঠাৎ করে সদর উপজেলার বহুলী ইউনিয়নকে কাজীপুর-১ আসনের সঙ্গে যুক্ত করে দিয়েছে। অথচ এই ইউনিয়নটি দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সঙ্গে ছিল। কী কারণে এই ইউনিয়নকে সিরাজগঞ্জ-১ আসনের সঙ্গে যুক্ত করা হলো তা বোধগম্য নয়। এর পেছনে একটি অশুভ শক্তির চক্রান্ত রয়েছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন করে যুক্ত করা এই ইউনিয়নটি কাজীপুর সদর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। কোন প্রকার গণশুনানি ব্যতিরেকে বহুলী ইউনিয়নকে তাঁর নির্বাচনী এলাকার সঙ্গে যুক্ত করা হয়েছে। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
×