ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কালবৈশাখী ও বৃষ্টিপাতে উঠতি ফসলের ক্ষতি

বজ্রপাতে নারী ও কিশোরসহ ১৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৫, ১ মে ২০১৮

বজ্রপাতে নারী ও কিশোরসহ  ১৫ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে নারী ও কিশোরসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। এর মধ্যে নারায়ণগঞ্জে ৪ জন, রাজশাহীতে ৩ জন, জামালপুর ও মৌলভীবাজারে ২ জন করে এবং হবিগঞ্জ, ঈশ্বরদী, রাজবাড়ি ও দাউদকান্দিতে মারা গেছেন একজন করে। এদিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতে উঠতি ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি অনেক জায়গায় বসতবাড়ি ভেঙ্গে গেছে। সোমবার এসব ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, নারায়ণগঞ্জে সোমবার দুপুরে বজ্রপাতে চার জনের মৃত্যু ও ২ জন আহত হয়েছে। এদের মধ্যে রূপগঞ্জে ৩ জন ও সোনারগাঁয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- ফরহাদ (১৫), রফিকুল ইসলাম (৩৪), হাশেম মোল্লা (৪০) ও ওবায়দুল (৩২)। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার তারাব পৌরসভার টেটলাব গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্র ফরহাদ (১৫) একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয়। সে মাদারীপুর জেলার শিবচর এলাকার জলিল শেখের ছেলে। একই সময়ে ভোলাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম (৩৪) জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান এবং তার সঙ্গে থাকা কামাল মোল্লার ছেলে হাশেম মোল্লা (৪০) গুরুতর আহত হন। পরে আহত হাশেম মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে কৃষক ওবায়দুল (৩২) জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মারা গেছে। এ সময় তার সঙ্গে থাকা সাদেক (৪৯) আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত। রাজশাহী ॥ রাজশাহী অঞ্চলে তা-ব চালিয়েছে কালবৈশাখী। সঙ্গে ভারি বর্ষণ ও বজ্রপাত। সোমবার ভোরের আলো ফুটতেই প্রথমে কালো মেঘে ছাওয়া আকাশে কালবৈশাখীর তা-ব বয়ে যায় এ অঞ্চলে। এ সময় বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন জেলার পুঠিয়ায়, একজন নগরীর মতিহার ও অপরজন গোদাগাড়ীতে মারা গেছে। পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী সুলতান জানান, মৃত কৃষক ইউনিয়নের নওপাড়া গ্রামের আরজ উদ্দিনের ছেলে। সকালে বেগুনের জমিতে বিষ দিতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে একই সময় বজ্রপাতে গোদাগাড়ী উপজেলার আইনাপুকুর এলাকায় বাবলু (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বাবলু ধানের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। এছাড়া একই সময় নগরীর মতিহার এলাকায় চিচড়ার বিল এলাকায় পপুলার ইটভাঁটিতে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তার নাম জানা যায়নি। জামালপুর ॥ ইসলামপুর উপজেলায় বজ্রপাতে বকুল মিয়া নামের এক কৃষকের মৃত্যু এবং আব্দুর রাজ্জাক নামে আরেক কৃষক গুরুতর আহত হয়েছেন। উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে। চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, দক্ষিণ চিনাডুলী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে কৃষক বকুল মিয়া (২৫) এবং একই গ্রামের মৃত বাবর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫০) কৃষি কাজ করার জন্য সোমবার সকাল সাতটার দিকে নৌকায় যমুনা নদী পার হচ্ছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। তাদের নৌকাটি মাঝপথে পৌঁছুলে নৌকার কাছেই আকস্মিক বজ্রপাত হয়। এতে কৃষক বকুল মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং কৃষক আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। এদিকে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে ধান কাটার সময় বজ্রপাতে মোঃ হাবিবুর রহমান (৪০) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় শ্যামেরপাড় গ্রামের কৃষক আলিফ উদ্দিনের ছেলে। মৌলভীবাজার ॥ জেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের পাশে আনারস বাগানে কাজ করার সময় বজ্রপাত হলে কিশোর গোয়ালা (২০), দিপেন সবর (২৫), রাখাল সবর (২৭) রিপন ভূইয়া (১৮), অজয় গোয়ালা (২২) গুরুতর আহত হন। তাদেরকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রিপন ভূইয়া (১৮), অজয় গোয়ালা (২২) কে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে রাস্তায় অজয় গোয়ালা মারা যায়। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সুবহান অজয় গোয়ালা নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রয়েছে। আহতের চিকিৎসা চলছে। অপর দিকে একই সময়ে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের হাজী আব্দুল মতলিবের ছেলে তমিজ উদ্দীন (২৫) মারা যান। তমিজ মধ্যপ্রাচ্যের ওমানে চাকরি করতেন। কিছু দিন পূর্বে ছুটিতে দেশে এসেছিল। তমিজ উদ্দীন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে তার ৪টি গরুও মারা যায়। আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। হবিগঞ্জ ॥ হবিগঞ্জের উপজেলা বানিয়াচঙ্গের নির্ভৃত হাওড় তেলকুমারে সোমবার দুপুরে বজ্রপাতে শামছুল হক (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার জাতকর্ণপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমানের পুত্র। সংশ্লিষ্ট থানার ওসি জানান, প্রবল বৃষ্টিপাতের মাঝেই দুপুর পৌনে ১২ টার দিকে ওই ব্যক্তি মাথায় ছাতা দিয়ে হাওড়ে ধান কাটছিল। এসময় আকস্মিক বজ্রপাত আঘাত আনলে তার ছাতা ও মাথায় আগুন ধরে যায়। এতে শামছুল হক ঘটনাস্থলেই মারা যান। ঈশ্বরদী ॥ পাকশী পদ্মা নদীর পন্টুন ঘাট এলাকায় বজ্রপাতে অজ্ঞাতনামা (৩৩) ব্যক্তি মারা গেছে। সোমবার সকাল দশটায় বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের মধ্যে ওই ব্যক্তি আম গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় আম গাছের ওপর আকস্মিক বজ্রপাত হলে তার শরীর আগুনে ঝলসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। রাজবাড়ী ॥ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঝাউগ্রামে সোমবার সকালে বজ্রপাতে মতিন শেখ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের মতু শেখের ছেলে। নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আলী জানান, সকালে ক্ষেতে কাজ করছিলেন মতিন শেখ। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দাউদকান্দি ॥ দাউদকান্দিতে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মডেল থানার অফিসার ইনচার্জ জানান, সোমবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার পদুয়া ইউনিয়নের উজিয়ারা গ্রামের মনির হোসেনের স্ত্রী হাজেরা বেগম (৪৫) বজ্রপাতে মারা যায়। সে বৃষ্টির সময় বাড়ির উঠানে কাজ করছিল। নাটোর ॥ ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে আম, লিচু ও বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে পুরো আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে এলাকায় অন্ধকার নেমে আসে। মহাসড়ক ও সড়কে যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলতে থাকে। কুষ্টিয়া ॥ কালবৈশাখীর ছোবলে ৬ শিক্ষার্থী আহতসহ উঠতি ফসল ও কাঁচা ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার সকাল ৯ টা ২৫ মিনিটের দিকে কুষ্টিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া আধাঘণ্টা স্থায়ী কালবৈশাখী ঝড়ে কুমারখালী উপজেলার লাহিনী পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের চাল ভেঙ্গে ৬ শিক্ষার্থী আহত হয়। চট্টগ্রাম ॥ রাউজান পাহাড়তলী এলাকায় কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে পড়া গাছে দুমড়ে মুচড়ে গেছে একটি এ্যাম্বুলেন্স। এতে আহত হয়েছে দু’জন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঝালকাঠি ॥ কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার সকাল থেকে বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায়। গাছ উপড়ে পড়ে তার ছিঁড়ে যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে আলিম পরীক্ষা চলাকালে নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের একটি কক্ষের ওপর দুটি গাছ উপড়ে পড়েছে। মুন্সীগঞ্জ ॥ কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে পদ্মার কিনারে আটকা পড়ে দুটি ফেরি। সোমবার বেলা ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী কুমিল্লা ও ড্যাম রানীক্ষেত এই দুটি ফেরি। পরে ট্রাক জাহাজের মাধ্যমে এ দুটি ফেরি উদ্ধার করা হয়। এ দিকে বৈরী আবহাওয়ার কারণে প্রায় পৌনে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বৈদ্যুতিক খুঁটিসহ ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার দুপুরে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের ফলে আখাউড়া উপজেলায় আখাউড়া- আগরতলা সড়কের নূরপুর গ্রামে ৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। এতে বিদ্যুত না থাকার কারণে বিঘিœত হচ্ছে আখাউড়া স্থালবন্দরের কার্যক্রম। সেই সঙ্গে আশপাশ এলাকাতেও দীর্ঘক্ষণ ধরে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার ফলে ২৯ ধানের ব্যাপক ক্ষতিসহ অর্ধশতাধিক গাছপলা ভেঙ্গে পড়ে। এদিকে জেলার সদর উপজেলায়ও ফসলি জমির ক্ষতি হয়েছে।
×