ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইপিএলে ছক্কায় গেইলের পরই রোহিতের নাম

প্রকাশিত: ০৪:৫৬, ১ মে ২০১৮

আইপিএলে ছক্কায় গেইলের পরই রোহিতের নাম

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবারের আসরটা ভাল যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। তুখোড় সব পারফর্মারকে দলে ভিড়িয়েও নিজেদের প্রথম সাত ম্যাচে দুটি মাত্র জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়নরা। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে পরের ম্যাচগুলোর অধিকাংশই জিততে হবে। ব্যাট হাতে ধারবাহিক নন অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডেতে সর্বাধিক ডাবল সেঞ্চুরির মালিক গত বছর আন্তর্জাতিক ক্রিকেটেও গড়েছিলেন সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড (এক মৌসুমে)। লীগ পর্বে ১৪টি ম্যাচ। মুম্বাইর সামনেও বাঁকি সাত ম্যাচে সমীকরণ বদলে দেয়ার সুযোগ। দলটির অতীত ইতিহাসেও এমন নজির রয়েছে। এর মাঝেই আইপিএল ইতিহাসে ছক্কার রেকর্ডে এবি ডি ভিলিয়ার্সকে (১৮০) পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোহিত (১৮১)। সবার ওপরে থাকা ক্যারিবিয়ান ব্যাটিং-দানব গেইলের ছক্কা ২৮৮টি! তবে ভারতীয়দের মধ্যে রোহিতই সবার ওপরে। দলটির জন্য আশার বিষয় হতে পারে শেষ ম্যাচে ১৬৯ রান টপকে ওই সময়ের টেবিল-টপার চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়ে দেয়া। ৩৩ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলেন অধিনায়ক। যার মধ্য দিয়ে ডি ভিলিয়ার্সকে টপকে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক ছক্কার মালিক বনে যান রোহিত। ১৬৬ ম্যাচের ১৬১ ইনিংসে তার মোট ছক্কা এখন ১৮১। চার ৩৭৪টি। আর ১০৪ ইনিংসেই ৩০৭ চারের বিপরীতে ২৮৮ ছক্কায় সবার ওপরে ক্রিস গেইল! ভারতীয়দের মধ্যে সবার ওপরে রোহিত। তার পেছনে আছেন সুরেশ রায়না (১৬৩ ইনিংসে ১৮০), মহেন্দ্র সিং ধোনি (১৫০ ইনিংসে ১৭১) ও বিরাট কোহলি (১৪৮ ইনিংসে ১৭০)। বোঝাই যাচ্ছে তিনজনের মধ্যে লড়াইটা কেমন জমে উঠেছে। এবারের আইপিএলে পুরনো দল চেন্নাইর হয়ে আবার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। খেলছেন দুর্দান্ত সব ইনিংস। সুতরাং দলকে রেসে ফেরাতে হলে মুম্বাইর হয়ে ব্যাট হাতে আরও ধারাবাহিক হতে হবে রোহিতকে। এ পর্যন্ত সাত ইনিংসে তার নামের পাশে ১৫, ১১, ১৮, ৯৪, ০, ২ ও অপাাজিত ৫৬ রান। শিরোপা ধরে রাখতে মুম্বাইয়ের পরিকল্পনার ঘাটতি ছিল না। নেপথ্যের পরামর্শদাতা হিসেবে আছেন গ্রেট শচীন টেন্ডুলকর। প্রধান কোচ আরেক সাবেক শ্রীলঙ্কান লিজেন্ড মাহেলা জয়াবর্ধনে। এক মুস্তাফিজুর রহমানের সঙ্গেই ভাষাগত সমস্যা মিটিয়ে সেরাটা বের করার জন্য বাংলাদেশের সাবেক এক ক্রিকেটারকে স্টাফে যুক্ত করে মুম্বাই। অধিনায়ক রোহিতের ভা-ারে এভিন লুইস, হারদিক পান্ডিয়া, জেপি ডুমিনি, কাইরন পোলার্ড, সুরিয়াকুমার যাদবের মতো ব্যাটসম্যান। মিচেল ম্যাকক্লেনঘান, মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ, হারদিক পান্ডিয়া, বেন কাটিং ও তরুণ মায়াঙ্ক মারকান্দেকে নিয়ে বোলিং আক্রমণ তো আরও দুর্ধর্ষ। তবে ব্যাটিংটাই চ্যাম্পিয়নদের ডোবাচ্ছে। রোহিত-লুইস ব্যর্থ হলে স্কোরবোর্ডে বড় রান হচ্ছে না। আজই বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটা চ্যাম্পিয়নদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচই তাই। আগের ম্যাচে বসিয়ে রাখা মুস্তাফিজকে খেলানো হয় কি না, ব্যাট হাতে রোহিতই বা কেমন করেন, সেটিই দেখার অপেক্ষা।
×