ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাদালের জয়রথ ছুটছেই

প্রকাশিত: ০৪:৫৬, ১ মে ২০১৮

নাদালের জয়রথ ছুটছেই

স্পোর্টস রিপোর্টার ॥ মন্টে কার্লোর পর বার্সিলোনা ওপেনেও অপ্রতিরোধ্য রাফায়েল নাদাল। গ্রিসের তরুণ প্রতিভাবান স্টেফানোস সিটসিপাসকে পরাজিত করে বার্সিলেনো ওপেনের ১৩তম শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। রবিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা নাদাল ৬-২ এবং ৬-১ সেটে খুব সহজেই পরাজিত করেন টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলতে সিটসিপাসকে। স্প্যানিশ তারকা নাদালের এটি ক্যারিয়ারের ৫৫তম ক্লে কোর্ট শিরোপা। ফাইনালে সিটসিপাসকে পরাজিত করে ক্লে কোর্টে রেকর্ড টানা ৪৬ সেট জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেন নাদাল। গত সপ্তাহে ক্যারিয়ারের ১১তম মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জিতেছিলেন এই স্প্যানিয়ার্ড। সেই টুর্নামেন্টেও সব সেট জিতে ক্লে কোর্টে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকেন এই খেলোয়াড়। পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখে বার্সিলোনা ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। টানা দুটি টুর্নামেন্টের ১১টি করে শিরোপা জয়ের মাধ্যমে ফ্রেঞ্চ ওপেনের ১১তম শিরোপা ঘরে তোলার ক্ষেত্রেও যে তিনি ফেবারিট, প্রতিপক্ষকে দারুণভাবেই এই বার্তাটা দিয়ে রাখলেন নাদাল। সব মিলিয়ে এটি তার ক্যারিয়ারের ৭৭তম শিরোপা। ক্লে কোর্টে রেকর্ড ৪০১টি ম্যাচ জয়ের বিপরীতে নাদাল হেরেছেন মাত্র ৩৫টিতে। সিটসিপাসকে পরাজিত করার পর বার্সিলোনার সেন্টার কোর্টে তার জয় করা সব শিরোপার ভিডিও ফুটেজ দেখানো হয়। সেইসঙ্গে এই কোর্টটিকেও নাদালের নামে নামকরণের ঘোষণা দেয়া হয়। ১৬টি গ্র্যান্ডস্লামজয়ী নাদাল তাতে অভিভূত, বিস্মিত এমনকি আবেগাপ্লুতও। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ভিডিওগুলো দেখে আমি সত্যিই আবেগতাড়িত হয়ে গেছি। কখনই এমন একটি ক্যারিয়ারের স্বপ্ন দেখিনি। গত বছর তারা ১০টি শিরোপার ভিডিও তৈরি করেছিল, এবার করেছে ১১তম। আসলেই আমি এখানকার প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞ। এই টুর্নামেন্টটিকে আমার কাছে বিশেষ করার জন্য সকলকে ধন্যবাদ। সেইসঙ্গে আমার পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্যই আজ আমি এখানে।’ বার্সিলোনা ওপেন জয়ের মধ্য দিয়ে নতুন একটি মাইলফলকও স্পর্শ করেছেন নাদাল। জন ম্যাকনোরের ৭৭টি শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসালেন তিনি। সর্বোচ্চ শিরোপা জয়ের তালিকায় স্প্যানিশ এই টেনিস তারকার সামনে রয়েছেন আরও তিনজন। তারা হলেন কিংবদন্তি জিমি কনর্স, রজার ফেদেরার এবং ইভান লেন্ডল। জিমি কনর্সের নামের পাশে সর্বোচ্চ ১০৯টি ট্রফি। তার পরেই রয়েছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ফেড এক্সপ্রেসের শিরোপার সংখ্যা ৯৭টি।
×