ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাইনাল নিশ্চিতের মিশন রিয়াল-লিভারপুলের

প্রকাশিত: ০৪:৫৫, ১ মে ২০১৮

ফাইনাল নিশ্চিতের মিশন রিয়াল-লিভারপুলের

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ২০১৭-১৮ মৌসুমের সেমিফাইনালের দ্বিতীয় লেগে দল দুটি মাঠে নামার অপেক্ষায়। আজ রাতে নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে রিয়াল। আরেক ম্যাচে বুধবার রাতে ইতালির রোমে স্বাগতিক এএস রোমার বিরুদ্ধে খেলবে ইংলিশ ক্লাব লিভারপুল। এ্যানফিল্ডে প্রথম লেগ ৫-২ গোলে জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে দ্য রেডরা। অন্যদিকে মিউনিখে ২-১ গোলে জিতে এসে ফাইনালের অপেক্ষায় আছে রিয়ালও। টানা দুইবার শিরোপা জয়ের নজির ছিল না কারও। গত বছর প্রথমবারের মতো সেটা করে দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতিহাস গড়া দলটি এবারও ট্রফি উঁচিয়ে ধরার দিকেই এগোচ্ছে। ইউরোপ সেরার আসরে বারবারই রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বেয়ার্নের। এবার সেই বৃত্ত ভাঙ্গার স্বপ্ন বুনছিল মিউনিখের ক্লাবটি। কিন্তু প্রথম লেগে যেভাবে হেরেছে তারা, তাতে স্বপ্ন স্বপ্নই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। তার ওপর আবার দলের দুই নির্ভরযোগ্য তারকা আরিয়েন রোবেন ও জেরোমে বোয়েটেং পেয়েছেন চোট। নকআউট পর্বে বেয়ার্নের বিপক্ষে ৮ বারের দেখায় ৫ বারই শেষ হাসি হেসেছে রিয়াল। সেই সংখ্যাটা ছয়ে নিয়ে গেছে। ফিরতি লেগ জিতলে ব্যবধান আরও বাড়বে। প্রথম লেগে গোল পাননি রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে দারুণ রেকর্ড গড়েন। ইউরোপের শীর্ষ ক্লাব আসরে ৯৬তম ম্যাচ জিতেছেন পর্তুগিজ সুপারস্টার। এই ম্যাচ জেতার মধ্য দিয়ে রিয়ালের এক কিংবদন্তিকে পেছনে ফেলেছেন ফিফা সেরা তারকা। চ্যাম্পিয়ন্স লীগে সবেচেয় বেশি ম্যাচ জয়ের কৃতিত্ব এখন ৩৩ বছর বয়সী রোনাল্ডোর। ফেবারিট হলেও আগের দুই হোম ম্যাচে রিয়ালের বাজে পারফর্মেন্সের সুযোগ নিতে চায় বেয়ার্ন। তবে কাজটা যে সহজ হবে না সেটা বলাই বাহুল্য। অন্যদিকে মোহাম্মদ সালাহ ও রবার্টো ফিরমিনোর জোড়া গোলে আগের লেগে দারুণ জয় পাওয়া লিভারপুল ফাইনালের স্বপ্ন নিয়ে রোমে অবস্থান করছে। স্বাগতিকরা দু’টি এ্যাওয়ে গোলের কারণেই এখনও স্বপ্ন বুনছে।
×