ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিয় অধিনায়ককে ট্রফি উৎসর্গ করে বলেছেন মেসি, করতে চান বর্ণিল উৎসব

‘শিরোপাটা ইনিয়েস্তার প্রাপ্য ছিল’

প্রকাশিত: ০৪:৫৪, ১ মে ২০১৮

‘শিরোপাটা ইনিয়েস্তার প্রাপ্য ছিল’

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যে প্রাণের ক্লাব বার্সিলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। আর মাত্র ক’টা দিন পরই কাতালান ক্লাব ছাড়বেন স্প্যানিশ মিডফিল্ডার। এজন্য লা লিগার শিরোপাটা মনেপ্রাণে জিততে চেয়েছিলেন। সতীর্থরাও উপহার দিতে চেয়েছিলেন। সবার মনের এ বাসনা পূরণ হয়েছে। তাই তো রবিবার রাতে লা লিগার ২৫তম শিরোপা নিশ্চিত হওয়ার পর লিওনেল মেসি স্পষ্ট করেই জানিয়েছেন, ‘এই শিরোপা ইনিয়েস্তার প্রাপ্য ছিল’। ডিপোর্টিভোর বিরুদ্ধে মেসি লক্ষ্যভেদ করেন তিনবার। তার হ্যাটট্রিকে ভর করেই বার্সা জিতে নেয় নিজেদের ইতিহাসে ২৫তম লা লিগা শিরোপা। এই হ্যাটট্রিকে তিনি বগলদাবা করেছেন আরও একটি রেকর্ড। টানা সাত মৌসুমে ৩০ বা তার বেশি গোল করা একমাত্র খেলোয়াড় এখন মেসিই। ২০০৯-১০ মৌসুমে লা লিগায় সর্বপ্রথম ৩০ গোল করেন মেসি। এরপর টানা তিন মৌসুম এই ধারাবাহিকতা বজায় রাখেন। ২০১১-১২ মৌসুমে লীগে তার গোলসংখ্যা ৫০। ২০১২-১৩ মৌসুমে করেন ৪৬টি। শুধু ২০১৩-১৪ মৌসুমে ৩০ গোলের দেখা পাননি এই তারকা। ২০১৪-১৫ মৌসুমে ৪৩ গোলের দেখা পান। গত মৌসুমে ৩২ ম্যাচে করেন ৩৭ গোল। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক ইনিয়েস্তাকে শিরোপা উৎসর্গ করে বলেন, ইনিয়েস্তার চলে যাওয়াটা আমাদের জন্য ও ক্লাবের জন্য সত্যিই ভীষণ দুঃখজনক। এই শিরোপাটা তার প্রাপ্যই ছিল। এতদিন ধরে সে ক্লাবের জন্য যা করেছে, সেটা বিবেচনা করলে এ শিরোপাটা তারই। ইনিয়েস্তার সুন্দর ভবিষ্যত কামনা করছি আমি। লা লিগা জিতলেও চ্যাম্পিয়ন্স লীগে রোমার বিপক্ষে সেই দুঃসহ পরাজয়টা মেসির কাছেও থাকছে আফসোস হয়েই। এ প্রসঙ্গ আসতেই চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা (৩২ গোল) আক্ষেপ করে বলেন, এই মৌসুমে আমরা যেভাবে খেলেছি, তেমনটা চিন্তা করলে চ্যাম্পিয়ন্স লীগের ওই পরাজয়টা অপ্রত্যাশিতই। তবে পরমুহূর্তেই অপরাজিত থেকে স্প্যানিশ লীগে চ্যাম্পিয়ন হওয়ার কথাটা উল্লেখ করেন মেসি। এই পুরো মৌসুমে কোন ম্যাচে না হেরে রেকর্ড গড়া বার্সা তারকার মতে, এই মৌসুমে আমরা সব দল থেকেই অনেকটা এগিয়ে ছিলাম। পুরো মৌসুমে আমরা একটা ম্যাচও হারিনি, ব্যাপারটা দারুণ। তবে হ্যাঁ, বেশ কিছু ম্যাচে আমরা চ্যালেঞ্জের সামনে পড়েছিলাম। আমরা সাফল্যের সঙ্গেই সেই চাপ সামলে নিয়েছিলাম। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, লা লিগা জেতা দারুণ আনন্দের ব্যাপার। আমরা জানি লা লিগা জেতা কত কঠিন ব্যাপার। আর তাই এই শিরোপার মূল্য আমাদের বোঝা উচিত। সবাইকে উদযাপন করতে হবে। আমাদের জন্য এই শিরোপা বিশেষ কিছু। কারণ আমরা এখনও হারিনি। কঠিন সময় গেলেও আমরা জয় করেছি। ৩৪ ম্যাচ অপরাজিত থেকে মেসিরা ১৯৭৯-৮০ মৌসুমে করা রিয়াল সোসিয়েডাডের টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙ্গেছেন। আগের মৌসুমের শেষ সাত ম্যাচও অপরাজিত ছিল বার্সা। দুই মৌসুম মিলিয়ে টানা ৪১ ম্যাচ অপরাজিত থাকার বিরল রেকর্ড গড়েছে দলটি। মেসির মতো শিরোপা জয়ের পর লা লিগাকেই সবচেয়ে কঠিন লীগ বলে উল্লেখ করেছেন বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে। ম্যাচ শেষে তিনি বলেন, আমার কাছে লা লীগাই সেরা কারণ কোপা ডেল রে এবং অন্য প্রতিযোগিতায নকআউট পর্বের, একদিন খারাপ গেলেও অন্যদিন বের হবার সুযোগ থাকে। কিন্তু এখানে আপনাকে সামঞ্জস্য ধরে রাখতে হবে। অলিম্পিয়াকাসের হয়ে তিনবার গ্রিসের লীগ জিতলেও স্পেনে এটাই প্রথম ভালভার্ডের। তাই শিরোপাটাও একটু স্পেশাল তার জন্য। এ নিয়ে তিনি বলেন, স্পেনে এটাই আমার প্রথম শিরোপা, গ্রিসে তিনটি জিতেছিলাম। শিরোপা জয়ে আমরা খুশি। শিধু শিরোপা জয়েই নয় এখন পর্যন্ত অপরাজিত থাকতে পেরেও ভাল লাগছে।
×