ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতকে রাজি করাতে চায় অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৪:৪৬, ১ মে ২০১৮

ভারতকে রাজি করাতে চায় অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫ সাল থেকে প্রতি বছরই এ্যাডিলেড ওভালে একটি করে ডে-নাইট টেস্ট আয়োজন করে আসছে অস্ট্রেলিয়া। আগামী ডিসেম্বরে সেখানেই ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি গোলাপী বলে খেলতে চাইছে স্বাগতিকরা। কিন্তু ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে কোন ডে-নাইট টেস্ট খেলতে আগ্রহী নয় মোড়ল দেশ ভারত। সংবাদমাধ্যমের খবর, অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটি ডে-নাইট টেস্ট খেলতে রাজি হয়েছে তারা। আর অস্ট্রেলিয়ার মতো শক্তিধর দেশে গিয়ে তাদের বিপক্ষে নতুন অভিজ্ঞতার এই ঝুঁকিটা নিতে চাইছে না ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই)। অবশ্য তাদের রাজি করাতে সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ‘আমরা এ্যাডিলেডে ভারতের সঙ্গে ডে-নাইট টেস্ট ম্যাচ খেলতে চাচ্ছি। তবে এখনো এর বিস্তারিত নিয়ে কাজ করছি। সামনের কয়েক সপ্তাহের মধ্যে একটা জবাব পাব বলে আশা করছি।’ বলেন সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। এ্যাডিলেড এর মধ্যেই ডে-নাইট টেস্টের জন্য নাম করেছে। গত তিন বছর ধরেই গোলাপী বলের বড় পরিসরের ম্যাচ আয়োজন করে যাচ্ছে। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে কৃত্রিম আলোর নিচে টেস্ট ম্যাচ খেলে ফেলেছে। ওখানেই ভারতের সঙ্গে আরেকটি ম্যাচের আশা। তবে ভারত এখনো পর্যন্ত কোন ডে-নাইট টেস্ট খেলেনি। বিশ্লেষকদের ধারণ তাই হয়ত এ ধরনের ম্যাচে অভিজ্ঞ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার ঝুঁকি নিতে চাইবে না কোহলির দল। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সোমবার ২০১৮-১৯ হোম মৌসুমের আন্তর্জাতিক সূচী ঘোষণা করেছে। এ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও ভারতের ‘বোর্ডার-গাভাস্কার’ ট্রফির প্রথম টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। তারিখ ঘোষণা করলেও এখনও ম্যাচ শুরুর সময় জানায়নি সিএ। নবেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু। চার টেস্টের সিরিজ। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার সিডিউলে ৬ থেকে ১০ ডিসেম্বর এ্যাডিলেডে প্রথম টেস্ট। ওটাকেই ফ্লাড লাইটের আলোর নিচের টেস্ট হিসেবে দেখতে চায় অস্ট্রেলিয়া। সোমবার দেশটি তাদের ২০১৮-১৯ মৌসুমের আন্তর্জাতিক ক্রিকেটের সূচী প্রকাশ করেছে। ভারত তাদের এই বছরের অস্ট্রেলিয়া সফর শুরু করবে তিন ম্যাচের টি২০ সিরিজ দিয়ে। ২১ থেকে ২৫ নভেম্বর। এরপর চার টেস্টের সিরিজ। এ্যাডিলেডের (ডিসেম্বর ৬-১০) পর পার্থ (ডিসেম্বর ১৪-১৮), মেলবোর্ন (ডিসেম্বর ২৬-৩০) ও সিডনিতে (জানুয়ারি ৩-৭) ম্যাচ। টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। শক্তিধর দু-দলের লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে সবময়ই বাড়তি আগ্রহ কাজ করে। ২০১৮-১৯ হোম মৌসুমে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই সময়ে অস্ট্রেলিয়া সফরে যাবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ভারত।
×