ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে চিকুনগুনিয়া নিয়ে সেমিনার

প্রকাশিত: ০৪:৪০, ১ মে ২০১৮

বিএসএমএমইউতে চিকুনগুনিয়া  নিয়ে সেমিনার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শহীদ ডাঃ মিলন হলে সোমবার সকাল ৯টায় চিকুনগুনিয়া নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮টায় বি ব্লকে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টরসহ শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ ছাড়াও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। চিকুনগুনিয়া নিয়ে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহেদ মালেক, এমপি। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল। চিকুনগুনিয়া নিয়ে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্যানেলিস্ট হিসেবে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ। এ সময় সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোহাম্মদ সহিদুল্লা, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন মিয়া, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডাঃ অসীম রঞ্জন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
×