ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগারগাঁও-মতিঝিলে সাত স্টেশন নির্মাণে চুক্তি সই

প্রকাশিত: ০৪:৩৯, ১ মে ২০১৮

আগারগাঁও-মতিঝিলে সাত স্টেশন নির্মাণে চুক্তি সই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যানজট নিরসনে সরকারের অগ্রাধিকারভিত্তিক মেট্রোরেল নির্মাণ প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণ কাজের জন্য চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী আগারগাঁও থেকে কাওরানবাজার হয়ে মতিঝিল পর্যন্ত প্রায় আট কিলোমিটার ভায়াডাক্ট এবং সাতটি স্টেশন নির্মাণের কাজ শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে দু’টি পৃথক চুক্তি সই হয়েছে। ২০২০ সালের মধ্যে ২০ কিলোমিটার দীর্ঘ বহুল কাক্সিক্ষত এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা অনুষ্ঠানে জানানো হয়। সোমবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬ এর পুরো কাজ ৮টি প্যাকেজে ভাগ করা হয়েছে। প্যাকেজ ৫ ও ৬ এর আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন লাইন ও সাতটি স্টেশন নির্মাণ করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি ও সদস্য নাজমুল হক প্রধান এমপি এ সময় উপস্থিত ছিলেন। প্যাকেজ-৫ এর আওতায় আগারগাঁও থেকে কাওরানবাজার পর্যন্ত ৩ দশমিক ২ কিলোমিটার ভায়াডাক্ট তিনটি স্টেশন নির্মাণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে চুক্তিবদ্ধ হয় টেকেন কর্পোরেশন, আব্দুল মোমেন লিমিটেড ও এ্যাবেনিকো জেভির। আর প্যাকেজ-৬ এর আওতায় কাওরানবাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪ দশমিক ৯ কিলোমিটার ভায়াডাক্ট চারটি স্টেশন নির্মাণে ডিএমটিসিএল-এর সঙ্গে চুক্তি করে সুমিটোমো মিটসুই কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও আইটিডি। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক চুক্তিতে সই করেন। চুক্তি সই শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল এমআরটি-৬ এর কাজ পুরোদমে এগিয়ে চলছে। আমরা ছয় মাস পিছিয়ে ছিলাম হলি আর্টিজানের ট্রাজেডির জন্য। তবে নির্মাণ কোম্পানিকে তা নিরুৎসাহিত করেনি। ছয় মাস আমরা কাভার করে ফেলেছি।
×