ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেয়াল হবে রিমোট কন্ট্রোলার

প্রকাশিত: ০৪:৩৯, ১ মে ২০১৮

দেয়াল হবে রিমোট কন্ট্রোলার

ঘরের দেয়ালকে স্মার্ট বানানোর উপায় বের করেছেন কার্নেগি মেলন ইউনিভার্সিটি ও ডিজনি রিসার্চের গবেষকরা। এর মাধ্যমে দেয়ালে টোকা দিয়ে বাড়ির বিভিন্ন গ্যাজেট নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাহক। নতুন এই প্রযুক্তির নাম বলা হয়েছে ‘ওয়াল++’। প্রতি মিটারের জন্য এটি বানাতে খরচ পড়বে ২০ মার্কিন ডলার। -ভার্জ
×