ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এক সময়ের আমন্ত্রিতরা এখন অবৈধ অভিবাসী

প্রকাশিত: ০৪:১৯, ১ মে ২০১৮

এক সময়ের আমন্ত্রিতরা  এখন অবৈধ অভিবাসী

রেনফোর্ড ম্যাকলেন্টিয়ার শৈশবে বাবা-মায়ের সঙ্গে জ্যামাইকা থেকে ব্রিটেনে গিয়েছিলেন। তারা বাবা মা অবশ্য আগেই ব্রিটেন পৌঁছেছিলেন। তাকে পরে সেখানে নিয়ে যাওয়া হয়। এরপর ৫০টি বছর অতিবাহিত হয়েছে। জীবিকা নির্বাহের জন্য তিনি বিভিন্ন পেশায় নিয়োজিত থেকেছেন। সরকারকে নিয়মিত করও পরিশোধ করেছেন। নিজেকে সব সময় একজন পূর্ণ ব্রিটিশ নাগরিক মনে করে এসেছেন। এখন তাকে বলা হচ্ছে অবৈধ অভিবাসী। নিউইয়র্ক টাইমস। ম্যাকলেন্টিয়ারের মতো ক্যারিবীয় অঞ্চলের হাজার হাজার লোক একসময় ব্রিটেনে পাড়ি জমিয়েছিল। তাদের কাছে এটি ছিল নতুন জীবন গড়ার স্বপ্ন। অন্যদিকে যুদ্ধ পরবর্তী ব্রিটেন গড়ে তোলার জন্য প্রচুরসংখ্যক শ্রমিকের প্রয়োজন ছিল। তাই সাবেক উপনিবেশগুলো থেকে অভিবাসী আসার সুযোগ করে দেয়া হয়েছিল। ম্যাকলেন্টিয়ারের বয়স এখন ৬৪। ৬০ বছর বয়সে তিনি অবৈধ অভিবাসী ঘোষিত হন। এর ফলে তিনি চাকরি এবং অবসর জীবনের সব সুযোগ সুবিধাগুলো হারান। নিজের বাড়িটিও হারিয়ে তিনি এখন অসহায় গৃহহীন হয়ে পড়েছেন। টেরেসা মে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় থেকে অভিবাসীদের এই দুর্দশা শুরু হয়েছে। ২০১২ সালে তিনি বৈধ অভিবাসীর মর্যাদা পাওয়ার জন্য নিয়মকানুনগুলো কঠিন করেন। ফলে ম্যাকলেন্টিয়ারের মতো ক্যারিবীয় অভিবাসীদের বিপাকে পড়তে হয়। শর্ত পূরণের জন্য তার মতো হাজার হাজার অভিবাসীর বৈধ কাগজপত্র নেই। তারা যখন শৈশবে অভিভাবকের সঙ্গে ব্রিটেনে যান অনেক ক্যারিবীয় দেশ তখনও স্বাধীনতা অর্জন করেনি। তাই কিছু শর্ত পূরণ করা এই অভিবাসীদের পক্ষে বাস্তব কারণেই সম্ভব নয়। এপ্রিলে লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনে হাজির হয়েছিলেন ক্যারিবীয় দেশগুলোর নেতৃবৃন্দ। টেরেসা মে এখন প্রধানমন্ত্রী। তাকে ক্যারিবীয় নেতৃবৃন্দের কাছে তাকে দুঃখ প্রকাশ করতে হয়। তাকে এই প্রতিশ্রুতিও দিতে হয় যে আমলাতান্ত্রিক জটিলতায় যারা অবৈধ অভিবাসী হয়ে পড়েছেন তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেয়া হবে। তিনি বলতে বাধ্য হন, ‘আমরা আন্তরিকভাবে দুঃখিত’। তবে ক্যারিবীয় অঞ্চল থেকে যাওয়া লোকের বংশধররা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতার বিষয় এটি নয়। বরং এর সঙ্গে জড়িয়ে আছে ব্রিটেনের ঔপনিবেশিক অতীত।
×