ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরগুনায় সন্ত্রাসীদের হামলায় কাউন্সিলরসহ আহত ২০

প্রকাশিত: ০৪:১৭, ১ মে ২০১৮

বরগুনায় সন্ত্রাসীদের হামলায় কাউন্সিলরসহ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩০ এপ্রিল ॥ বরগুনা জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ভূমি দস্যু মশিউর রহমান মিলন আকনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে তার ও তার ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় প্রকৌশলী, পৌর পুলিশসহ ২০ জন আহত হয়েছে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায়। জানা গেছে, বরগুনা জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন আমতলী পৌরসভায় ৫ নং ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজের জমি দখল করে পৌরসভার অনুমতি এবং নক্সা অনুমোদন না করে স্টল তৈরি করছিল। এ ঘটনায় আমতলী পৌরসভা কর্তৃপক্ষ তাকে ২৬ এপ্রিল নোটিস দেয়। ওই নোটিস নিয়ে হিসাব সহকারী মনিরুল ইসলাম ও প্রহরী আলমগীর হোসেন বিএনপি নেতার কাছে গেলে তিনি নোটিস ছিড়ে ফেলে এবং তাদের অকথ্য ভাষায় গালমন্দ করে। তারা নোটিস ছিড়ে ফেলার বিষয়টি পৌর মেয়র মতিয়ার রহমানকে জানায়। অনুমতি ও নক্সা অনুমোদন না করে সড়ক এবং ড্রেনেজের জমি দখল করে ভবন নির্মাণ করায় পৌরসভা কর্তৃপক্ষ উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। সোমবার দুপুরে পৌরসভা কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালায়। এতে বিএনপি নেতা মশিউর রহমান, তার সহযোগী আরিফুর রহমানসহ ২০/২৫ জন ভারাটে সন্ত্রাসী পৌর কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ, জাহিদুল ইসলাম জুয়েল, মেনহাজ চৌকিদার, মনিরুল ইসলাম পাহলান, মহিলা কাউন্সিলর মর্জিনা, নাজমুন নাহার ও কর্মচারীদের ওপর হামলা চালায়।
×