ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৪:১৬, ১ মে ২০১৮

যশোরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা  নিহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর-বেনাপোল সড়কের নবীবনগরে সোমবার বিকেলে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসানউল্লাহ (৩৬)। তিনি কেশবপুর উপজেলার চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই আহসান উল্লাহ ঝিকরগাছা উপজেলার নবীবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজ মোটরসাইকেলসহ অপেক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হলে তিনি ঘটনাস্থলে নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে আসা হয়। পুলিশ জানায়, আহসান উল্লাহর স্ত্রী মাহাবুবা আক্তার নবীবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। স্কুল ছুটি শেষে তাকে নেয়ার জন্য তিনি সেখানে অপেক্ষা করছিলেন। তাদের সাড়ে তিন বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। আহসান উল্লাহর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলা সদরের চর আব্দুল্লাহপুর এলাকায়। তবে নাভারণে বাড়ি বানিয়ে পরিবার নিয়ে দীর্ঘদিন সেখানেই বসবাস করতেন। মাদারীপুর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সাহেরা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেরা খাতুন সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা এলাকার আজিজ খানের স্ত্রী। পুলিশ জানায়, দুপুরে সাহেরা বাড়ি ফিরতে মস্তফাপুর স্ট্যান্ডের কাছে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় সাহেরাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×