ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি বন্ধে আইন হবে

প্রকাশিত: ০৪:১৫, ১ মে ২০১৮

ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি বন্ধে আইন হবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান বলেছেন, পর্যায়ক্রমে ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি বন্ধে আইন করা হবে বলে জানিয়েছেন । বাজার থেকে নকল ও ভেজাল ওষুধ বিতাড়িত করা হবে। ওষুধের মান সংরক্ষণ না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। সোমবার চট্টগ্রামে সরকারের মডেল ফার্মেসি ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় নগরীর ওআর নিজাম রোডের লার্জ ফার্মার শাখা উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তা ছাড়াও লার্জ ফার্মা লিমিটেডের পরিচালক সাকিব হাসান জয়, চট্টগ্রাম শাখার ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান হাবিব প্রমুখ।
×