ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা

প্রকাশিত: ০৪:১৪, ১ মে ২০১৮

কেরানীগঞ্জে স্কুলছাত্রকে  অপহরণের পর  হত্যা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৩০ এপ্রিল ॥ দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় সোহাগ নামে ৫ম শ্রেণীর এক ছাত্রকে অপহরণের পর হত্যা করা হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে অপহরণকারীর ঘর থেকে সোহাগের লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন সকাল ১০টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে সোহাগকে অপহরণ করে প্রতিবেশী বখাটে শাহীন । সোহাগের বাবা ইদ্রিস আলী জানান, মীরেরবাগ এলাকার ওরিয়েন্ট টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণীর ছাত্র সোহাগ। সোমবার স্কুল শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়। এর কিছুক্ষণ পরই মোবাইলে এক ব্যক্তি জানায় সোহাগকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে ওই ব্যক্তি। অন্যথায় সোহাগকে মেরে ফেলার হুমকি দেয়। তারা অপহরণকারীকে ২ লাখ টাকা দিতে রাজি হয়। কিন্তু এতে অপহরণকারী রাজি ছিল না। এক পর্যায়ে তিনি ঘটনাটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করার পর তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অপহরণের কথা স্বীকার করে এবং তার নিজ ঘরের খাটের নিচে লাশ লুকানো আছে বলে জানায়। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হাত-পা বেঁধে শ^াসরোধে সোহাগকে হত্যা করা হয়েছে। . মাদারীপুরে ইজিবাইক চালক নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, সুলতান বেপারি (৪০) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আশাপাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার জহিরুল বেপারির ছেলে। আটককৃতরা হলো, রাজৈর উপজেলার বাজিতপুরের জনি বেপারি, শরিফুল বেপারি, শাওন জমাদার ও সাব্বির হাওলাদার। অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, রবিবার রাতে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে যাত্রীবেশে ৪ যুবক সুলতান বেপারির ইজিবাইকে ওঠে। এরপর কুনিয়া ইউনিয়নের আশাপাট এলাকায় পৌঁছলে ইজিবাইক চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা। . মঠবাড়িয়ায় শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, মঠবাড়িয়া পুলিশ সোমবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের চান্দখালী গ্রাম থেকে গোলাম মোস্তফা (৫৮) নামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ৩ সন্তানের জনক নিহত শিক্ষক গোলাম মোস্তফা চান্দখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। . কক্সবাজারে যুবক স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, শহরের কলাতলী জমজম হ্যাচারি এলাকার হোটেল সী-আফরিন থেকে নেজাম উদ্দিন (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে সদর মডেল থানার একদল পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি শহরের পশ্চিমবাহারছড়ার আনু মিয়ার পুত্র। নিহতের নিকটাত্মীয় সাইফুল ইসলাম জানান, পুলিশের কাছে জানতে পেরে নেজাম উদ্দীনের পরিবারের সদস্যরা সেখানে যান।
×