ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চসিকের সেবাধর্মী সকল কার্যক্রম অনলাইনে আনা হবে

প্রকাশিত: ০৪:১৩, ১ মে ২০১৮

চসিকের সেবাধর্মী সকল  কার্যক্রম অনলাইনে  আনা হবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবাধর্মী যাবতীয় কর্মকান্ড অনলাইনের আওতায় আনা হবে। এ লক্ষ্যে রাজস্ব, হিসাব, প্রকৌশলসহ সকল বিভাগে কার্যক্রম চালু করার উদ্যোগ নিয়েছে কর্পোরেশন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের আওতায় কর্পোরেশনে অনলাইন সনদপত্র ব্যবস্থাপনা ও অনলাইন সম্পত্তি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ দুটি ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সফলভাবে সম্পাদন করতে সক্ষম হবে। সোমবার সকালে নগর ভবনের এ টু আই’র অনলাইন সনদপত্র ব্যবস্থাপনা ও অনলাইন সম্পত্তি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা। এতে প্রধান রাজস্ব কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সচিব ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, এ টু আই প্রোগ্রামের ইনোভেশন স্পেশালিস্ট শাহিদা সুলতানা, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাকিলা রহমান, এডভান্স টেকনোলজি ইনোভেশন লিমিটেডের প্রজেক্ট কো-অর্ডিনেটর আবদুল করিম, অলিভিন লিমিটেডের আইসিটি বিজনেস এ্যানালিস্ট মোঃ সামাওয়াত উল্লাহ বক্তব্য রাখেন। কর্মশালা উপস্থাপন করেন জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুর রহিম। দিনব্যাপী কর্মশালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডের সচিব এবং ১৪ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সচিব অংশগ্রহণ করেন। অপরদিকে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন সোমবার সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী এক সমাবেশে বলেছেন, নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে সকল শ্রেণী ও পেশার নাগরিককে নিয়ে কমিটি গঠন করে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ দুর্গ গড়ে তুলে মাদকসেবীদের তালিকা তৈরি করে তা প্রকাশ্যে প্রচার করা হবে। তিনি বলেন, কোন অপরাধী নিজের সন্তান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জনস্বার্থে সন্ত্রাস,জঙ্গী ও মাদকসেবীদের নির্মূল করতে হবে। সন্ত্রাসীদের কোন দল নেই। মাদকসেবীরা কারো আপনজন হতে পারে না। এ নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ও আইনশৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এইচ এম সোহেল, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম এবং বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সফিউল আলম সগির।
×