ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌতুক না দেয়ায় গৃহবধূর ঠাঁই হলো হাসপাতালে

প্রকাশিত: ০৪:১৩, ১ মে ২০১৮

যৌতুক না দেয়ায় গৃহবধূর ঠাঁই হলো হাসপাতালে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যৌতুক না দেয়ায় ছকিনা খাতুন নামে এক গৃহবধূকে নির্যাতন চালিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা। বর্তমানে ওই গৃহবধূ হাসপাতাল বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। ঘটনাটি ঘটেছে মনিরামপুর উপজেলার খাটুরা গ্রামে। এ ঘটনায় নির্যাতিত ওই গৃহবধূর অসহায় পরিবার মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলার হরিহরনগর ইউনিয়নের খাটুরা গ্রামের গণি বিশ্বাসের ছেলে আবু দাউদ হোসেনের সঙ্গে ২০১৫ সালে একই উপজেলার পারখাজুরা গ্রামের আব্দুল আহাদ সরদারের মেয়ে ছকিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের দু’মাস পর ছকিনার অসহায় পিতা জামাই আবু দাউদকে কোম্পানির চাকরির জন্য নগদ ৮০ হাজার টাকা যৌতুক দেয়। কিন্তু এতে চাহিদা মেটেনি অর্থলোভী স্বামীসহ তার পরিবারের। বিয়ের ৩ মাস যেতে না যেতেই পুনরায় নানা অজুহাত দেখিয়ে ১ লাখ টাকা যৌতুকের দাবি করে আবু দাউদ। মেয়ের সুখের কথা চিন্তা করে অসহায় পিতা পৈত্রিক সম্পত্তি বিক্রি করে জামাইসহ তার পরিবারের হাতে পুনরায় নগদ ৫০ হাজার টাকা তুলে দেয়। গত ২৯ এপ্রিল দুপুরে আবারও ছকিনার পরিবারের কাছে অন্য কোম্পানিতে ঢুকবে বলে স্বামী আবু দাউদ ৫০ হাজার টাকা যৌতুক এনে দিতে বলে। সংসারের কথা চিন্তা করে ছকিনা তার অসহায় পিতাকে টাকার কথা বলে। কিন্তু অসহায় পিতা আর কোন টাকা দিতে অস্বীকার করলে ছকিনার কপালে নেমে আসে নির্যাতনের খড়ক। সঙ্গে সঙ্গে শুরু হয় বেধড়ক মারপিট। মারপিটসহ নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে শেষ পর্যন্ত হাসপাতালেই ঠাঁই হলো অসহায় গৃহবধূ ছকিনার। হাসপাতালের বেডে শুয়ে নির্যাতিত ছকিনা খাতুন জানান, প্রতিনিয়ত বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলত তার স্বামী, শাশুড়ি ও ননদেরা। টাকা আনতে না পারলে তার ওপর সবাই মিলে মারপিটসহ নির্যাতন চালাত। নির্যাতন সহ্য করতে না পেরে ২৯ এপ্রিল সকালে বাবার বাড়ি থেকে আর কোন টাকা এনে দিতে পারবে না বলে তার স্বামীকে সাফ জানিয়ে দেয়। এতে যৌতুক লোভী স্বামীর নির্দেশে পরিবারের ছকিনাকে বসত ঘরের মধ্যে হাত-পা-বেঁধে যুগীয় কায়দায় নির্যাতন চালায়। এ সময় তাকে বেধড়ক মারপিটসহ তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে দুটি পা ভেঙ্গে দেয়া হয়। বর্তমানে তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় নির্যাতিত ছকিনার অসহায় পরিবার যৌতুক লোভী স্বামী আবু দাউদসহ ৬ জনকে বিবাদী করে মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
×