ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১২, ১ মে ২০১৮

টুকরো খবর

সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩০ এপ্রিল ॥ সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে অনুমান ২৫ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। রবিবার গভীর রাতে ৩টার দিকে সাভার মডেল থানাধীন ব্যাংক টাউন এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী ইয়াসিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাত অনুমান ৩টার দিকে ছয়তলা বাড়ির দোতলায় ওই ব্যবসায়ীর ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে ৮/১০ জনের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে ইয়াসিন মিয়া, তার স্ত্রী নাসিমা আক্তার, মেয়ে ফরিদা ইয়াসমিন ও তাসিনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। বাধা দিতে গেলে ডাকাতরা তাদেরকে পিটিয়ে আহত করে। এরপর ডাকাতরা আলমারি ভেঙ্গে নগদ ৪ লাখ ১০ হাজার টাকা, ৪৫ ভরির স্বর্ণালঙ্কার, ১টি ল্যাপটপ ও ৩টি মোবাইল ফোনসহ অনুমান ২৫ লাখ টাকার মাল লুট করে পালিয়ে যায়। . বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩০ এপ্রিল ॥ মাদারীপুরের কালকিনিতে কলাগাছ কাটতে গিয়ে মোজাম্মেল হোসেন খান (৫৫) নামের এক কৃষকের বিদ্যুতস্পৃষ্টে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। সে উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের হোসেন খানের ছেলে। সোমবার দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। জানা গেছে, কৃষক মোজাম্মেল হোসেন তার বাড়ির পাশের একটি বাগানে কলাগাছ কাটতে যান। এসময় কলাগাছের সঙ্গে জড়িয়ে থাকা বৈদ্যুতিক তারে সক লেগে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। . সাংসদের স্টিকার লাগানো গাড়ি জব্দ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে সংসদ সদস্যের ভুয়া স্টিকার লাগানো একটি গাড়ি জব্দ করেছে ট্রাফিক পুলিশ। সোমবার সকাল ১০ টায় শহরের কলাতলী মোড়ে সুগন্ধা পয়েন্ট থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। কক্সবাজার ট্রাফিক পুলিশ জানায়, সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িটি সোমবার সকালে কলাতলী সড়কে বেশ কয়েকবার ঘুরাঘুরি করে। গাড়িটিতে সংসদ সদস্য লেখা স্টিকার থাকলেও কোন আসনের সংসদ সদস্য সেটা উল্লেখ ছিল না। পরে সন্দেহ হলে গাড়িটি জব্দ করা হয়। তিনি আরও বলেন, দুইজন যুবক গাড়িটি (নম্বর ঢাকার মেট্টো গ ১৭-৭৯৭৭) নিয়ে ঘুরাঘুরি করছিল। . তেল চুরির অভিযোগে গ্রেফতার ৪ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী-রাজশাহী রেলওয়ে রুটের আব্দুলপুর জংশন স্টেশন এলাকা থেকে রবিবার রাতে রেলওয়ের ইঞ্জিন থেকে তেল চুরির সরঞ্জামাদিসহ চার তেল চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, ঈশ্বরদী শহরের ফতেমহম্মদপুর এলাকার সিদ্দিক আলীর ছেলে সুমন হোসেন, আসলামের ছেলে মিঠুন, আব্দুল করিমের ছেলে সোহেল রানা ও আব্দুর রহিমের ছেলে জিয়াউর রহমান। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
×