ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবৈধ ইটভাঁটির বিরুদ্ধে অভিযোগ দেয়ায় বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৪:০৯, ১ মে ২০১৮

অবৈধ ইটভাঁটির বিরুদ্ধে অভিযোগ দেয়ায় বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩০ এপ্রিল ॥ অবৈধভাবে স্থাপিত ইটভাঁটির কারণে এলাকার পরিবেশ দূষিত হওয়ার প্রেক্ষিতে পরিবেশ অধিদফতরে অভিযোগ দেয়ায় ধামরাইয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (আইন বিভাগ) ড. এস.এম. আবু হানিফের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ধামরাই থানাধীন সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও এলাকায়। জানা গেছে, ওই এলাকায় আব্দুল ওহাব নামের এক ব্যক্তি পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ফসলি জমিতে ‘মান্নাফ’ নামের একটি ইটভাঁটি গড়ে তুলেন। ওই ইটভাঁটির কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে- এমন অভিযোগ পরিবেশ অধিদফতরে দেন ড. এস.এম. আবু হানিফ। এ প্রেক্ষিতে রবিবার রাতের যে কোন সময় তার আধাপাকা বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে বাড়ির ২টি কক্ষ ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
×