ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভোটারদের ভয় দেখাতে ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ২১:৫৮, ৩০ এপ্রিল ২০১৮

ভোটারদের ভয় দেখাতে ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ভোটারদের ভয়-ভীতি দেখাতে বিরোধী নেতা-কর্মীদের ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, “দুই সিটি নির্বাচনকে প্রভাবিত করতে এবং নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ভীতি ছড়াতেই গতকাল ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ নেতাদের ব্যাপকভাবে আটক করা হয়েছে।” গাজীপুরে বিএনপির প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়ার পর পরই জামায়াতে ইসলামীর মেয়রপ্রার্থীসহ ৪৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, “এটা কিসের আলামত? এটা কিসের নমুনা? “ক্ষমতাসীনরা একটা শশ্মানের ভুমি করতে চান গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনী এলাকাকে। সেখানে মানুষের কোনো আওয়াজ থাকবে না, আওয়াজ থাকবে শুধু আওয়ামী সন্ত্রাসী ও তাদের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের- এটই হচ্ছে তাদের পরিকল্পনা।” এরকম পরিস্থিতিতে দুই সিটিতে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে না মন্তব্য করে রিজভী বলেন, “ইসিকে (নির্বাচন কমিশন) বলব, দুই সিটি নির্বাচন যেন রক্তাক্ত নির্বাচনের দিকে না যায় সেদিকে কমিশনকে সর্তক তৎপরতা দেখাতে হবে। সন্ত্রাসীদের প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠিত করতে অবশ্যই সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে।” ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এম শামসুল হুদা, ইউনুস মৃধা, গোলাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু, রফিকুল ইসলাম রাসেলসহ ২০ জন নেতা-কর্মী আটকের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান রিজভী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নজমুল হক নান্নু, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান নাসিম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
×