ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটি নির্বাচন

জেলা ও মহানগর নেতাদের সঙ্গে কাদেরের বৈঠক

প্রকাশিত: ০৭:২৮, ৩০ এপ্রিল ২০১৮

জেলা ও মহানগর নেতাদের সঙ্গে কাদেরের বৈঠক

বিশেষ প্রতিনিধি ॥ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের একটি কমিউনিটি সেন্টারে এই বৈঠক হয়। বৈঠকে ওবায়দুল কাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে কাজ করার নির্দেশ দেন। বৈঠকে ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, গাজীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি, মুুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ। বৈঠক সূত্র জানায়, জেলা ও মহানগর নেতারা ছাড়াও বৈঠকে গাজীপুর থেকে আগত প্রায় ৪ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সকল প্রকার প্রতিবন্ধকতা উত্তরণ ও নির্বাচনী প্রচারের জন্য সমন্বয়কের দায়িত্ব দেন ওবায়দুল কাদের। তাদের রাতের মধ্যেই দলীয় প্রার্থী জাহাঙ্গীরকে নিয়ে নির্বাচনী পরিকল্পনা ঠিক করার দায়িত্ব দেন। বৈঠকে উপস্থিত গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ সাংবাদিকদের জানান, দলের সাধারণ সম্পাদক আমাদের ডেকে নিয়ে আমরা কীভাবে কাজ করব তার দিকনির্দেশনা দিয়েছেন। গাজীপুর সিটি নির্বাচনে আমরা কে কোন দায়িত্ব পালন করব সে বিষয়ে কথা বলেছেন। বৈঠকের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের দু’জন কেন্দ্রীয় নেতা জানান, নির্বাচন নিয়ে আমরা তাদের কথা শুনেছি। পাশাপাশি বৈঠকে আমাদের দলের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে বলেছেন।
×