ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পান বিক্রির পরামর্শ মুখ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৫:২৪, ৩০ এপ্রিল ২০১৮

পান বিক্রির পরামর্শ মুখ্যমন্ত্রীর

পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতেরও বড় সমস্যা বেকারত্ব। আর ক্রমেই বেকারত্বের হার বাড়তে থাকায় হতাশা বাড়ছে তরুণদের। এমতাবস্থায় বেকারত্ব দূরীকরণের উপায় বাতলে দিলেন ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সম্প্রতি আগরতলায় এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, বেকাররা সরকারী চাকরির সন্ধানে সময় ব্যয় না করে পানের দোকান খুললেই রোজগার করতে পারে। এভাবে কাজ করলে ব্যাংকে তাদের অনেক অর্থ জমা থাকত। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুদ্রা যোজনা পরিকল্পনায় কর্মসংস্থানের জন্য ঋণদানের সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে যে কেউ সম্মানজনক পেশা বেছে নিয়ে জীবন গড়তে পারেন। বিপ্লব কুমার বলেন, প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনার অন্তর্গত কোন বেকারকে ৭৫ হাজার রুপী পর্যন্ত ঋণ দেয়া হয়। নামমাত্র সুদে এই ঋণ নিয়ে যে কেউ মাসের শেষে কম করে হলেও ২৫ হাজার রুপী উপার্জন করতে পারেন। এদিকে মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। একজন লিখেছে, মুখ্যমন্ত্রীর এই ধরনের পরামর্শ দেয়ার দরকার ছিল না। তার কাজ রাজ্য পরিচালনা আর কর্মসংস্থান তৈরি করা। -ওয়েবসাইট অবলম্বনে।
×