ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশের কাজে বাধা দেয়ায় যুবদল নেতাসহ ৪ জনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ০৫:১৮, ৩০ এপ্রিল ২০১৮

পুলিশের কাজে বাধা দেয়ায় যুবদল নেতাসহ ৪ জনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর দক্ষিণখান থানা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে আসামিরা হচ্ছেন, দক্ষিণখান থানা যুবদলের সভাপতি সৈয়দ দেলোয়ার, সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমান, সদস্য মোঃ মুক্তার ও ইসমাইল হোসেন ওরফে মোবারক। এর আগে সকালে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই আবু সাঈদ ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক আসামিসহ অজ্ঞাত আসামিদের শনাক্ত করে গ্রেফতার, নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গোপন বৈঠকে সরকারবিরোধী এবং ধ্বংসাত্মক কী কী পরিকল্পনা ছিল, কোন কোন নেতা সহযোগিতা রয়েছে তা জানার জন্য এ রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষে আইনজীবী খন্দকার শাফি নেওয়াজ (নাসির) রিমান্ড বাতিলের শুনানিতে জানান, রাজনৈতিকভাবে হয়রানি করতে তাদের আটক করা হয়েছে। এখানে রিমান্ডের কোন যৌক্তিকতা নেই। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ডের আদেশ দেন। উল্লেখ্য, কারাগারে থাকা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রামপুরা থানাধীন ডিআইটি রোডে মালিবাগ সুপার মার্কেটের সামনে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে শনিবার তাদের আটক করে পুলিশ।
×