ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুলবাড়িয়ার রিয়াজ ও মৌলভীবাজারের ৪ রাজাকারের রায় শীঘ্র

প্রকাশিত: ০৫:১৬, ৩০ এপ্রিল ২০১৮

ফুলবাড়িয়ার রিয়াজ ও মৌলভীবাজারের ৪ রাজাকারের রায় শীঘ্র

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুটি মামলার রায় শীঘ্রই ঘোষণা করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রসিকিউশন। চলতি বছরের ২১ মার্চ ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকিরের এবং ২৭ মার্চ মৌলভীবাজারের রাজানগর উপজেলার আকমল আলী তালুকদারসহ চার রাজাকারের বিরুদ্ধে মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে। অর্থাৎ যে কোন দিন এ মামলার রায় ঘোষণা করা হবে। বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে ট্রাইব্যুনাল আরও ৩১ রায় দেন। ৩১ মামলায় মোট ৬৮ আসামিকে দ- দেয়া হয়েছে। যার মধ্যে মৃত্যুদ- দেয়া হয়েছে ৪২ জনকে, আমৃত্যু কারাদ- দেয়া হয়েছে ২৪ জনকে। আর একজনকে যাবজ্জীবন করাদ-, একজনকে ৯০ বছরের ও একজনকে ২০ বছরের কারাদ- দেয়া হয়েছে। এ ছাড়া ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপীল বিভাগে ৭টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৬ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। একজনকে আমৃত্যু কারাদ- প্রদান করা হয়েছে। বর্তমানে আপীল বিভাগে আপীলে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ২১টি মামলা। প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি জনকণ্ঠকে বলেন, দুটি মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে। অর্থাৎ যে কোন দিন এ মামলার রায় ঘোষণা করা হবে। আশা করছি ট্রাইব্যুনাল শীঘ্রই রায় ঘোষণা করবে। রায় ঘোষণা ট্রাইব্যুনালের নিজস্ব বিষয়। ২১ মার্চ ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। রায় ঘোষণার জন্য মামলাটি সিএভি রাখা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে রয়েছে। আসামি মধ্যে রিয়াজ উদ্দিন ফকির কারাগারে আছে। এ মামলায় প্রাথমিকভাবে তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু হলেও অভিযোগ গঠনের আগে আসামি আমজাদ আলী কারাগারে অসুস্থ হয়ে মারা গেলে তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়। আরেক আসামি ওয়াজ উদ্দিন পলাতক অবস্থায় মারা যায়। অভিযোগ গঠনের পর তার মৃত্যুর বিষয়টি জানানো হলে ট্রাইব্যুনাল তার নামও বাদ দেয়। ট্রাইব্যুনালের প্রসিকউশনের তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, একাত্তরে রিয়াজ উদ্দিন ফকির ছিলেন আলবদর সদস্য। অন্যদিকে ২৭ মার্চ মৌলভীবাজারের রাজানগর উপজেলার আকমল আলী তালুকদারসহ চার রাজাকারের বিরুদ্ধে মামলায় উভয পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, গুম, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এ মামলার আসামিদের বিরুদ্ধে। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ প্রদান করেছেন। আসামিদের মধ্যে আকমল আলী তালুকদার (৭৩) এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
×