ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোবাইল ব্যবহার ও মাদক সেবনের অভিযোগে ৪ কারারক্ষী সাসপেন্ড

প্রকাশিত: ০৫:০২, ৩০ এপ্রিল ২০১৮

মোবাইল ব্যবহার ও মাদক সেবনের অভিযোগে ৪ কারারক্ষী সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ বন্দী পাহারারত অবস্থায় পকেটে মোবাইল ফোন রাখা ও ব্যবহার করা এবং নিয়মিত মাদক সেবনের অভিযোগে চার কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কারা উপমহাপরিদর্শক (ঢাকা) তৌহিদুল ইসলাম। এদের মধ্যে একজন রাজবাড়ী জেলা কারাগারের ও তিনজন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মরত কারারক্ষী। বরখাস্তকৃতরা হচ্ছেন জুয়েল খান ব্যাচ নং (১৩৩২৫), মোঃ সুরুজ্জামান (১৩৫৩১), শাওন হাওলাদার (১৩৮৬৭) ও মোঃ মেহের নবী ১২৪৭৮)। এদের মধ্যে শনিবার বিকেলে মেহের নবী ও বাকি তিন জনকে রবিবার বরখাস্ত করা হয়। তৌহিদুল ইসলাম জনকণ্ঠকে বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে আফসার উদ্দিন নামে এক বন্দী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার নিরাপত্তার দায়িত্বে ছিল জুয়েল খান এবং সুরুজ্জামান। নিয়মিত পরিদর্শনের পাশপাশি শনিবার রাতে আমি আকস্মিক পরিদর্শনে যাই। এ সময় দুই কারারক্ষীর পকেটে মোবাইল ফোন পাওয়া যায়। কারাবিধি অনুযায়ী যা সম্পূর্ণ নিষিদ্ধ। একইসঙ্গে ওই হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন আরেক বন্দী তোফায়েল আহমেদ। সেখানে দায়িত্বরত কারারক্ষী শাওন হাওলাদারের কাছেও মোবাইল পাওয়া যায়। তিনি বলেন, কারারক্ষীর মাধ্যমে বন্দীদের মোবাইল ব্যবহারে সুযোগ রয়েছে।
×