ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহজালালে দু’ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ

প্রকাশিত: ০৫:০২, ৩০ এপ্রিল ২০১৮

শাহজালালে দু’ঘণ্টা ফ্লাইট ওঠানামা  বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ প্রচন্ড ঝড়ের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। এতে সিডিউল বিপর্যয় দেখা দেয়। গত কদিন ধরেই দেখা দিচ্ছে এমন বিপর্যয়। ফলে অনেক যাত্রী কানেক্টিং ফ্লাইট ধরতে পারছেন না অন্য গন্তব্যে। রবিবারও একই পরিস্থিতি দেখা দেয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভোরেই শুরু হয় প্রচন্ড ঝড়। এতে ঘণ্টা খানেক ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কোন এয়ারলাইন্সকেই ফ্লাইট ওঠানামা করতে অনুমতি দেয়া হয়নি। এভাবে চলে ঘণ্টাখানেক। ঝড় থামার পর হঠাৎ দুটো ফ্লাইট উড্ডয়ন করার পর ফের শুরু হয়। এতে আরও ঘণ্টাখানেক বন্ধ রাখা হয় রানওয়ে। এ সময় কমপক্ষে ৬টি ফ্লাইটের সিডিউলে পরিবর্তন আনা হয়। এতে বেশ বিলম্বের শিকার হয় এসব ফ্লাইট। শাহজালালের আবহাওয়া ইউনিট জানিয়েছে, রবিবার ভোর সোয়া ৬টা থেকে সোয়া ৮টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ ছিল। এ সময় আন্তর্জাতিক রুটের কয়েকটি ফ্লাইট দেরিতে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ইনকোয়ারি বিভাগের কর্মকর্তা জাকির হোসেন সাংবাদিকদের বলেছেন, এ সময় ৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এদিকে হঠাৎ আবহাওয়ার এমন বৈরী রূপ ধারণের পূর্বাভাস দেয়া হয়েছিল কি না তা নিশ্চিত করতে পারেনি শাহজালাল কর্তৃপক্ষ। জানতে চাইলে এ বিষয়ে কোন দায়িত্বশীল কর্মকর্তাই মুখ খুলেননি। তবে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম বলেন, বছরের এ সময়টা আবহাওয়া যে কোন মুহূর্তে যে কোন রূপ ধারণ করতে সেটা মাথায় রেখেই কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। এটা মৌসুম শুরুর অনেক আগেই নেয়া হয়। যে কারণে ঝড়ের সময় তাৎক্ষণিক সবাই নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে ক্ষয়ক্ষতিরসমূহ আশঙ্কা থেকেই জানমাল রক্ষায় সচেষ্ট থাকে। এখন পর্যন্ত এ বছরের ঝড়ে কোন ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি। অতি সতর্কতার দরুন বড় জোর ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ রাখা ছাড়া আর কিছুই ঘটছে না।
×