ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:৪৬, ৩০ এপ্রিল ২০১৮

গোবিন্দগঞ্জে সড়ক  অবরোধ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৯ এপ্রিল ॥ গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা গোবিন্দগঞ্জ উপজেলা সদরের পান্থাপাড়ায় সংগঠন কার্যালয়ের সামনে রবিবার বিকেলে ঘণ্টাব্যাপী রংপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। শ্রমিকরা জানায় যায়, গোবিন্দগঞ্জ ভিত্তিক গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ কমিটির নির্বাচন না দিয়ে দীর্ঘদিন থেকে টালবাহানা করা হচ্ছে। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সংগঠনের দ্রুত নির্বাচনের দাবিতে রবিবার বিকেল ৩টায় রংপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করে সভাপতি ওয়াহেদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিকেল ৪টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
×