ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রামপুরায় পোশাক কারখানায় আগুন

প্রকাশিত: ০৪:৪২, ৩০ এপ্রিল ২০১৮

রামপুরায় পোশাক কারখানায়  আগুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরার ওয়াপদা রোডের এমএল ১২ তলা টাওয়ারের ছয় তলায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার বিকেল ৩টা ৩৮ মিনিটে আসিয়ানা গার্মেন্টস ইন্ডাস্ট্রির আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজুর রহমান। তিনি বলেন, দুপুর পৌনে দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, ফায়ার সার্ভিসের ল্যাডার দিয়ে গার্মেন্টসের ওপর তলায় কেউ আটকে পড়েছে কি না তা খুঁজে দেখা হয়েছে; কিন্তু কাউকে পাওয়া যায়নি। ছয় তলার গুদামে আগুন লাগায় ওখানে থাকা কাপড় পুড়ে গেছে, তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনও দেয়া যাচ্ছে না। ওই তলায় আসিয়ানা পোশাক কারখানার গুদাম । প্রত্যক্ষদর্শীরা জানায়, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেখানে। রবিবার দুপুরে এই অগ্নিকা-ের সূচনা ঘটে। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, রবিবার দুপুর ১টা ৪৭ মিনিটে ফেব্রিক্সের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিনির্বাপকরা কাজ করে বিকেল ৩টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিভাবে আগুন লেগেছে তা আমরা নিশ্চিত হতে পারিনি। এর আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এমও এরশাদ জানিয়েছেন, এমএল ভবনটি ১২ তলা। এর ষষ্ঠ তলায় আসিয়ানা গার্মেন্টস। সেখানে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি। তবে অন্য এক কর্মকর্তা বলেছেন, আগুনের ঘটনায় ভবনের পাঁচ থেকে সাততলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওপরের ফ্লোরগুলোতে খুব বেশি ক্ষতি হয়নি।
×