ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুরু জাতীয় সাব-জুনিয়র দাবা

প্রকাশিত: ০৪:৩৫, ৩০ এপ্রিল ২০১৮

শুরু জাতীয় সাব-জুনিয়র দাবা

স্পোর্টস রিপোর্টার ॥ সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ পাওয়ার ব্যাটারি ৩৭তম জাতীয় সাব-জুনিয়র (অনুর্ধ-১৬) দাবা চ্যাম্পিয়নশিপস-২০১৮ ওপেন ও বালিকা-এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়। এশিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মিঃ হিশাম আল তাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা। আসরে ওপেন বিভাগে ৩২টি জেলা ও ঢাকা শহরের খেলোয়াড় এবং বালিকা বিভাগে ২২টি জেলা ও ঢাকা শহরের ৩৯ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ওপেন বিভাগে গতবারের চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গতবারের রানারআপ সুব্রত বিশ্বাস, নাইম হক, স্বর্নাভো চৌধুরী, সাদনান হাসান দিহান, অমিত বিক্রম রায় ও মনন রেজা নীড়, দিবাকর দিব্য, মোর্তুজা মাহথির ইসলাম, নাফিম আল করীম, মাহিন আহমেদ শুভসহ ২১ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে আছেন। বালিকা বিভাগে গতবারের চ্যাম্পিয়ন নোশিন আঞ্জম, জান্নাতুল ফেরদৌস, ওয়ালিজা আহমেদ, সামিহা চৌধুরী ও তাসনিয়া তারান্নুম অর্পাসহ ৭ জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে পেয়েছেন।
×