ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুদ্ধশ্বাস জয়ে শিরোপা স্বপ্ন জুভেন্টাসের!

প্রকাশিত: ০৪:৩৫, ৩০ এপ্রিল ২০১৮

রুদ্ধশ্বাস জয়ে শিরোপা স্বপ্ন জুভেন্টাসের!

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ মুহূর্তে জমে উঠেছে ইতালিয়ান সিরি’এ। বেশ বড় ব্যবধানেই এগিয়ে ছিল জুভেন্টাস। সর্বশেষ ৬ বারই শিরোপা জেতা দলটি গত সপ্তাহের ফলাফলেই বেকায়দায় পড়েছে। টানা সপ্তম শিরোপার অন্যতম হুমকি নেপোলির কাছে গত সোমবারে ১-০ গোলে হার এবং ক্রোটোন সফরে বৃহস্পতিবারের ১-১ গোলে ড্রয়ে নেপোলি আরও কাছে ঘেঁষেছে। সানসিরোতে শনিবার রাতে দশজনের দলে পরিণত হওয়া ইন্টার মিলানের সঙ্গে ড্র করলেই সমস্যাটা আরও বাড়তো। ম্যাচে ছিল তুমুল নাটকীয়তা। কিন্তু গঞ্জালো হিগুয়াইনের শেষ মুহূর্তে করা গোলে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ে ওল্ড লেডিদের শিরোপা স্বপ্ন দৃঢ়ই থেকে গেল। ৩৫ ম্যাচে এখন ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। কিন্তু টানা দুই ম্যাচ জেতা নেপোলি এক ম্যাচ কম খেলে (৩৪ ম্যাচ) ৮৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ফিওরেন্টিনার বিপক্ষে রবিবার রাতে জিতলে মাত্র ১ পয়েন্টের ব্যবধান থাকবে। অর্থাৎ শেষ তিনটি লীগ ম্যাচেই নির্ধারিত হবে এবারের ইতালিয়ান চ্যাম্পিয়নশিপ। শনিবার ইন্টার মিলানের বিপক্ষে অগ্নিপরীক্ষা ছিল জুভেন্টাসের। হারলেই পিছিয়ে পড়তো তারা। কিন্তু ইন্টারের ম্যাতিয়াস ভেসিনো ম্যাচের ১৭ মিনিটের সময়ই লালকার্ড দেখে মাঠ ছাড়লে তারা ১০ জনের দলে পরিণত হয়। কিন্তু এর আগেই ১২ মিনিটের সময় ডগলাস কোস্টার গোলে এগিয়ে গিয়েছিল জুভরা ১-০ গোলে। ভেসিনোর লালকার্ডের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইন্টার মিলান। অলআউট ফুটবল খেলতে শুরু করে। কিন্তু প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় ইন্টার মিলান। ৫১ মিনিটে মাউরো ইকার্ডি সমতায় ফেরান দলকে। কিন্তু একের পর এক চরম দুঃখ যেন আঘাত হানছিল তাদের শিবিরে। ৬৪ মিনিটে আন্দ্রেয়া বারজাগলির আত্মঘাতী গোলে আবারও ২-১ গোলে পিছিয়ে পড়ে তারা। এরপরও অবশ্য দমে যায়নি ইন্টার মিলান। লড়াই চালিয়ে গেছে। অবশেষে যেন ভাগ্যদেবীর সুদৃষ্টি পায় তারা ৮৬ মিনিটে। এবার জুভেন্টাসের মিলান স্ক্রিনিয়ারের আত্মঘাতী গোল ২-২ সমতায় ফেরায় তাদের। নিশ্চিতভাবেই ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচটি। কিন্তু ৮৮ মিনিটে হিগুয়াইন গোল করে নাটকীয় জয় এনে দেন জুভেন্টাসকে। ৩-২ গোলের জয় পেয়ে পূর্ন ৩ পয়েন্ট অর্জনের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে তারা।
×