ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমলার মুকুটে জাতীয় সম্মাননা

প্রকাশিত: ০৪:৩৪, ৩০ এপ্রিল ২০১৮

 আমলার মুকুটে জাতীয় সম্মাননা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে অনবদ্য অবদানের জন্য নিজ দেশের অন্যতম সেরা সম্মাননা ‘দি অর্ডার অব ইখামাঙ্গা’ পুরস্কারে ভূষিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা। দেশটির অন্যতম সেরা এই রাষ্ট্রীয় সম্মাননা ‘দ্য অর্ডার অব ইখামাঙ্গা’ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট দিয়ে থাকেন। যেটি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, সাংবাদিকতা, খেলায় বিশেষ অবদান ও অর্জনের জন্য দেয়া হয়। ন্যাশনাল অর্ডারের চ্যান্সেলর ড. ক্যাসিয়াস লুবিসি আমলাকে ‘দি অর্ডার অব ইখামাঙ্গা’ সিলভার এ্যাওয়ার্ড প্রদানের খবর জানিয়ে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ে অনেক প্রথমের মাধ্যমে তিনি আমাদের গর্বিত করেছেন এবং সে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন।’ যখন এই পুরস্কারে ভূষিত হন আমলা তখন ডানহাতি ব্যাটসম্যান হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি খেলছিলেন। পুরস্কারের খবর পেয়েই টুইটারে নিজের ভাললাগার কথা প্রকাশ করেন তিনি। দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য এই স্বীকৃতি উৎসর্গ করেছেন, ‘এটা সত্যি দারুণ গৌরবের। দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলতে পেরে আমি নিজেও গর্বিত। আশা রাখছি ভবিষ্যতে দেশের জন্য আরও কিছু করতে পারব। সতীর্থ, বোর্ড, স্টাফ সবাইকে ধন্যবাদ।’ আমলা দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান হিসেবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন । ২০০৮ সালে সাবেক দুই গ্রেট ফাস্ট বোলার শন পোলক এবং মাখায়া এনটিনি এই পুরস্কার পেয়েছিলেন। এছাড়া ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংলিশ ব্যাটসম্যান বাসিল ডি’অলিভেইরা এই সম্মানে ভূষিত হয়েছিলেন। ৩৫ বছর বয়সী আমলা দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০৪ থেকে এ পর্যন্ত ১১৭টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে ও ৪৩টি টি২০ ম্যাচ খেলেছেন। সবমিলে তার নামের পাশে আন্তর্জাতিক রান ১৭৭৯৪।
×