ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইতালির কোচের প্রস্তাব নাকচ আনচেলত্তির

প্রকাশিত: ০৪:৩৩, ৩০ এপ্রিল ২০১৮

ইতালির কোচের প্রস্তাব নাকচ আনচেলত্তির

স্পোর্টস রিপোর্টার ॥ এমন বাজে সময় ৬০ বছর পর এসেছে। ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপ ফুটবল আসরে দেখা যাবে না ইতালিকে। ৪ বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া শৈল্পিক ফুটবলের ধারক দেশটি বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থ হয়েছে। এরপরই কোচ জিয়ান পিয়েরো ভেঞ্চুরাকে বরখাস্ত করা হয়। তখন থেকেই ইতালির কোন স্থায়ী কোচ নিয়োগ করা হয়নি। আপাতত অনুর্ধ-২১ দলের কোচ লুইগি ডি বিয়াজিও অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সম্প্রতিই কার্লো আনচেলত্তিকে প্রস্তাব দিয়েছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। কিন্তু জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব নাকচ করেছেন তিনি। ৫৮ বছর বয়সী আনচেলত্তি খেলোয়াড়ী জীবনে মিডফিল্ডার হিসেবে ২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইতালির হয়ে। ১৯৯১ সালে অবসর নেয়ার ৪ বছর পরই তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেন। ইউরোপজুড়ে বিশ্বের জনপ্রিয় ও বৃহৎ দলগুলোর কোচ হিসেবে তিনি দারুণ সব সাফল্য পেয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লীগে তিনি চেলসি, ইতালিয়ান সিরি ‘এ’ লীগে পার্মা, জুভেন্টাস, এসি মিলান, এএস রোমা এবং ফরাসী লীগে প্যারিস সেইন্ট জার্মেইন, স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বুন্দেসলিগায় বেয়ার্ন মিউনিখের কোচ হিসেবে কাজ করেছেন। জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা এবং লীগ শিরোপা জিতেছেন ইতালি, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডে। তবে বেয়ার্নের হয়ে গত মৌসুম ভাল না যাওয়াতে সেপ্টেম্বরে বরখাস্ত হয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে সঙ্কটে থাকা ইতালিয়ান ফুটবল অভিজ্ঞ কোচ আনচেলত্তির প্রতি আগ্রহ দেখায়। গত সপ্তাহে রোমে এফআইজিসির কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাতও করে। তবে ইতালির এক গণমাধ্যম দাবি করেছে আনচেলত্তি ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এই মুহূর্তে কোচিং থেকে কিছুদিন বিশ্রামে আছেন আনচেলত্তি। তাকে পেতে বেশ কিছু ক্লাব এই মুহূর্তে আগ্রহী। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে ইংলিশ প্রিমিয়ার লীগের দল আর্সেনাল। এই মৌসুমের শেষেই দীর্ঘদিনের কোচ আরসেন ওয়েঙ্গার সরে দাঁড়াচ্ছেন। তার জায়গায় আনচেলত্তিকে পেতে আগ্রহ দেখাচ্ছে আর্সেনাল। এফআইজিসির সহকারী কমিশনার আলেসান্দ্রো কস্টাকার্টার ওপর দায়িত্বভার চেপেছে নতুন কোচ খোঁজার। তিনি এক সময় আনচেলত্তির কোচিংয়ে খেলেছেন। এ কারণেই হয়তো তার প্রতি আগ্রহ দেখিয়েছেন কস্টাকার্টা। তিনি জানিয়েছেন ২০ মে পর্যন্ত নতুন একজন কোচ খুঁজে বের করার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। কিন্তু আনচেলত্তির প্রত্যাখ্যানের পর এখন অন্যদিকেই নজর দিতে হবে তাকে। এক্ষেত্রে আরও কিছু নাম আছে এফআইজিসির তালিকায়। জেনিত সেইন্ট পিটার্সবার্গের কোচ রবার্টো ম্যানচিনি, চেলসির কোচ এ্যান্টোনিও কন্টে, লিচেস্টারের সাবেক কোচ ক্লদিও র‌্যানিয়েরি (বর্তমানে ফ্রেঞ্চ ক্লাব ন্যান্তেসের দায়িত্বে) আছেন।
×