ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাল ফলের প্রত্যাশা রুমানার

প্রকাশিত: ০৪:৩২, ৩০ এপ্রিল ২০১৮

ভাল ফলের প্রত্যাশা রুমানার

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকায় চলে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার দিবাগত রাত ১টায় দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়েন নারী ক্রিকেটাররা। উদ্দেশ্য দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলা। আর এ সিরিজ থেকে ভাল ফল বয়ে নিয়ে আসতে চান ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ ও টি২০ অধিনায়ক সালমা খাতুন। দেশ ছাড়ার আগে অভিজ্ঞ সালমা খাতুন যেমন বলেছেন, সাউথ আফ্রিকা ট্যুর থেকে শুরু হচ্ছে আমাদের, এরপর অনেক খেলা আছে। আমরা যত ম্যাচ খেলব আমাদের ততই উন্নতি হবে। আমরা কিন্তু ১৪ মাস কোন ম্যাচ পাইনি। এ জন্য একটু পিছিয়ে গেছি। আপনি যেটা বললেন, আসলে পিছিয়ে যাইনি। আমরা কিন্তু যার যার এলাকায় সবাই প্র্যাকটিস করেছি। যার যেখানে প্রয়োজন কাজ করেছি। উন্নতিও করেছি। যেহেতু ধারাবাহিকভাবে ম্যাচ পাব, আশা করছি ভাল কিছু নিয়েই ফিরব আমরা।’ রুমানা আহমেদ বলেন, ‘অভিজ্ঞতা অর্জন করাই আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে। তাছাড়া এ ১৪ মাস যে বসেছিলাম সেটা নয়। আমরা এর মধ্যে অনেক কাজ করেছি এবং ম্যাচ প্র্যাকটিস করেছি। পারফর্মেন্স আগে যেটা ছিল, আগে সেটা ধরে রেখে আরও ভালর দিকে যেতে হবে। সবমিলিয়ে আমরা আত্মবিশ্বাসী আছি যে, ভাল কিছু করতে পারব।’ প্রথম ওয়ানডে দিয়ে ৪ মে শুরু হবে সিরিজ। এরপর এক এক করে ৬ মে দ্বিতীয়, ৯ মে তৃতীয়, ১১ মে চতুর্থ ও ১৪ মে পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর ১৭ মে প্রথম টি২০, ১৯ মে দ্বিতীয় ও ২০ মে তৃতীয় টি২০ হবে। ২১ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন নারী ক্রিকেটাররা। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামবে নারী দল। ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি সর্বশেষ ওয়ানডে খেলে নারী দল। ১৬ মাস পর খেলবেন টি২০ আন্তর্জাতিক ক্রিকেট। ২০১৬ সালের ৩ ডিসেম্বর সর্বশেষ টি২০ খেলে। আর তাই এ সফরকে অভিজ্ঞতা অর্জনের সফর হিসেবেই নিচ্ছেন নারী ক্রিকেটাররা। অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য থাকলেও স্মার্ট ক্রিকেট খেলতে চান নারী ক্রিকেটাররা। সালমাই যেমন বলেছেন, ‘আমার মনে হয় না আমরা পিছিয়ে আছি। অভিজ্ঞতা তো অবশ্যই দরকার আছে। ১৪ মাস পর একটা ট্যুর খেলতে যাচ্ছি অবশ্যই প্রত্যাশা থাকবে এখানে ভাল কিছু যেন করি। স্মার্ট ক্রিকেট খেলি। পজিটিভ থাকি, দেশের জন্য একটা ভাল রেজাল্ট করতে পারি।’ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দীর্ঘদিন বিরতি থাকলেও এখন টানা ক্রিকেটের মধ্যেই থাকবে নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সফর শেষ হতেই একে একে মালয়েশিয়ায় এশিয়া কাপ, নেদারল্যান্ডস সফর, টি২০ বিশ্বকাপ বাছাই ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে। সামনের সময়টা কাজে লাগাতে চান। এ জন্য প্রথম মিশনটাতে উন্নতি করতে চান। রুমানা বলেছেন, ‘এপ্রিল মাস চলছে, মে মাসে আমাদের খেলা। এ বছর এটাই আমাদের প্রথম খেলা। আমি মনে করি আমাদের আসল লক্ষ্য টি২০ বিশ্বকাপ কোয়ালিফাইং। আমরা এখান থেকেই শুরু করতে যাচ্ছি। ভুল-ত্রুটি অনেক কিছু শোধরানোর জায়গা আছে। এখানে পাঁচটা ওয়ানডে তিনটা টি২০ ম্যাচ খেলব। শুরুর একটা-দুইটা ম্যাচে একটু পিছিয়ে থাকলেও আমরা ধরতে পারব।’ ২০১৬ টি২০ বিশ্বকাপের আগে সালমাকে সরিয়ে নেতৃত্বে আনা হয় পেসার জাহানারা আলমকে। ওই বছরের শেষ দিকে ওয়ানডে অধিনায়ক করা হয় রুমানা আহমেদকে। পরে টি২০’র নেতৃত্বও পান তিনি। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সালমা এমন সময় টি২০’র অধিনায়কত্ব ফিরে পেয়েছেন, যখন সামনে অনেক খেলা। সালমার ভাবনায় এখন শুধুই ব্যাটিং-বোলিং আর নেতৃত্ব। সালমা বলেন, ‘লম্বা সময় পর একটু তো অবাক হওয়ার মতোই বিষয়। কারণ দীর্ঘ আড়াই বছর ধরে আমি নেতৃত্বে ছিলাম না। আগে যেখানে ছিলাম অবশ্যই সেখানে ফিরে যেতে চেষ্টা করব।’ বাংলাদেশ নারী দল ॥ রুমানা আহমেদ (অধিনায়ক, ওয়ানডে), সালমা খাতুন (অধিনায়ক, টি২০), নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন ছন্দা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন ও জাহানারা আলম।
×