ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাপলের রাউটার ব্যবসা বন্ধের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৪:২৭, ৩০ এপ্রিল ২০১৮

 এ্যাপলের রাউটার ব্যবসা বন্ধের সিদ্ধান্ত

টেক জায়ান্ট এ্যাপল তাদের রাউটার ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে আইফোন নির্মাতা এ প্রতিষ্ঠানটি। এতদিন বাজারে চালু ছিল এ্যাপলের তিনটি রাউটার, এয়ারপোর্ট এক্সপ্রেস, এয়ারপোর্ট এক্সট্রিম এবং এয়ারপোর্ট টাইম ক্যাপসুল। এগুলোর দাম ছিল ৯৯ ডলার থেকে ২৯৯ ডলার। এ্যাপলের নতুন সিদ্ধান্তের পর সরবরাহকৃত ইউনিট শেষে এ সকল নেটওয়ার্কিং ডিভাইস আর বাজারে পাওয়া যাবে না। তবে শুধু এ্যাপল প্রোডাক্ট ব্যবহার করতে চান এ রকম ক্রেতাদের জন্য এটি একটি দুঃখের খবর বলেই বিশ্লেষকদের অভিমত। ২০১৬ সালেই এ্যাপল তাদের ওয়্যারলেস রাউটার ব্যবসা বিভাগ বন্ধের বিষয়ে ইঙ্গিত দিয়েছিল। সে সময় এসব নেটওয়ার্কিং ডিভাইসের নতুন কোন হালনাগাদ না দেয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকদের তথ্য মতে, এ্যাপল এমন একটা সময় রাউটার ব্যবসা বন্ধ করতে যাচ্ছে, যখন গুগল ও এরোর মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন রাউটার প্রযুক্তি নিয়ে কার্যক্রম জোরদার করছে। -অর্থনৈতিক রিপোর্টার
×