ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় গ্রিডে আরও ২০০ মেগাওয়াট বিদ্যুত যোগ করল বাংলা ট্র্যাক পাওয়ার

প্রকাশিত: ০৪:২৬, ৩০ এপ্রিল ২০১৮

জাতীয় গ্রিডে আরও ২০০ মেগাওয়াট বিদ্যুত যোগ করল বাংলা ট্র্যাক পাওয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত ২৪ এপ্রিল থেকে জাতীয় গ্রিডে আরও ২০০ মেগাওয়াট বিদ্যুত অত্যন্ত সফলতার সঙ্গে সরবরাহ করতে সক্ষম হয়েছে বাংলা ট্র্যাক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বাংলা ট্র্যাক পাওয়ার ইউনিট-১ লিমিটেড। বিদ্যুত কেন্দ্রটি কুমিল্লার দাউদকান্দিতে স্থাপিত। এ নিয়ে বাংলা ট্র্যাক পাওয়ার তাদের ইউনিট-১ ও ইউনিট-২ থেকে সর্বমোট ৩০০ মেগাওয়াট বিদ্যুত জাতীয় বিদ্যুত কেন্দ্রে যোগ করল। বিদ্যুতের ঘাটতি পূরণে বাংলা ট্র্যাক গ্রুপের কার্যক্রমের বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যন মোহাম্মাদ আমিনুল হক বলেন, ‘অনেক দিন ধরে দেশের বিদ্যুত ঘাটতি পূরণে কাজ করে আসছে আমাদের কোম্পানি। অত্যন্ত সফলতার সঙ্গে জাতীয় গ্রিডে আরও ২০০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ নিয়ে আমরা জাতীয় গ্রিডে সর্বমোট ৩০০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করছি।’
×