ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এক টাকা খেলাপীর তথ্যও বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে

প্রকাশিত: ০৪:২৬, ৩০ এপ্রিল ২০১৮

 এক টাকা খেলাপীর তথ্যও বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ এখন থেকে এক টাকা খেলাপী হলেও ওই ঋণখেলাপী গ্রাহকের তথ্য বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে এই তথ্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলারে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। এতদিন এই তথ্য দেয়ার সীমা ছিল ঋণের ক্ষেত্রে ৫০ হাজার টাকার ওপরে, আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ১০ হাজার টাকার বেশি। অর্থাৎ এই দুই ক্ষেত্রে গ্রাহকের খেলাপী যথাক্রমে ৫০ হাজার টাকা ও ১০ হাজার টাকার কম হলে ওই তথ্য দিতে হতো না। দেশের ব্যাংক খাতে খেলাপী ঋণের পরিমাণ যখন প্রায় ৮০ হাজার কোটি টাকা ছুঁইছুঁই, তখনই এ ধরনের নির্দেশনা জারি করল বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ভান্ডার ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) দাখিল করা ঋণ তথ্যের নিম্নসীমা ১ টাকায় পুনঃনির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকিং খাতের ঋণশৃঙ্খলা জোরদারকরণের লক্ষ্যে সিআইবি ডাটাবেজে সব ঋণতথ্য অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। এ প্রেক্ষিতেই সিআইবি ডাটাবেজে দাখিলকৃত ঋণতথ্য রিপোর্টিং-এর নিম্নসীমা পুনঃনির্ধারণপূর্বক সব ঋণতথ্য অন্তর্ভুক্তিকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সার্কুলারে এখন থেকে মাসিক ভিত্তিতে ঋণতথ্য সিআইবি অনলাইন সিস্টেমে তুলতে বলা হয়েছে। গত মার্চ মাসের তথ্য ১০ মের মধ্যে তুলতে হবে। আর এপ্রিল এবং পরের মাসগুলোর তথ্য পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে সিআইবিতে যুক্ত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে ঋণগ্রহীতার সব তথ্য পাঠায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। কোন গ্রাহককে ঋণ দেয়ার আগে গ্রাহকের সিআইবি রিপোর্ট বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহ করা বাধ্যতামূলক।
×