ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ পেপার এ্যান্ড টিউব ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:২৫, ৩০ এপ্রিল ২০১৮

বাংলাদেশ পেপার এ্যান্ড টিউব ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনের নির্বাচন  অনুষ্ঠিত

বাংলাদেশ পেপার কোন এ্যান্ড টিউব ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ দ্বিবার্ষিক নির্বাচন ২০১৮-২০২০ গত শনিবার বিপুল উৎসাহ ও উদ্দীপনায় কাপ্তান বাজার খন্দকার টাওয়ারে অনুষ্ঠিত হয়। এবারই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে ১৯ জন প্রার্থীর মধ্যে ১৩ জনকে নির্বাচনের জন্য সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন বিরতি ছাড়া একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এমকি চট্টগ্রাম থেকেও সদস্য গ্রহণ সকাল থেকে এসে ভোট প্রদান করেন। রেকর্ড পরিমাণ ৯৮ শতাংশ ভোটার ভোট দেন। এ সময় এফবিসিসিআই-এর অনেক সদস্যগণ উপস্থিত ছিলেন। বিকেল ৪টার পর শুরু হয়ে ভোট গণনা। প্রাপ্ত ফলাফলে চূড়ান্তভাবে ১৩ জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিত যারা হলেন- শাওন মেহবুব, আব্দুল্লা আল মামুন, মহসিন মোল্লা, জাহাঙ্গীর আলম, শাহাদাত হোসেন মন্ডল, সরকার সালাউদ্দিন, আবুল কালাম আজাদ, ফরহাদ হোসেন, ফারুক হোসেন, বোরহান উদ্দিন, ইউনুস আলী, শাহ আলম এবং কামাল হোসেন। নির্বাচনটি পরিচালনা করেন এফবিসিসিআই-এর সদস্য জনাব আলী জামান এবং ডাঃ মাহবুব হাফিজ আপীল বোর্ডের চেয়ারম্যান ছিলেন এফবিসিসিআই-এর সদস্য কাওসার মাহমুদ। সার্বিক সহযোগিতা করেন বর্তমান সাধারন সম্পাদক সরকার তুহিন। উল্লেখ্য, বাংলাদেশ পেপার কোন এ্যান্ড টিউব ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনটি এফবিসিসিআইয়ের অধিভূক্ত প্রতিষ্ঠান। -বিজ্ঞপ্তি
×