ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পণ্য বিক্রয় বাড়লেও কুইন সাউথের মুনাফা কমেছে

প্রকাশিত: ০৪:২০, ৩০ এপ্রিল ২০১৮

পণ্য বিক্রয় বাড়লেও কুইন সাউথের মুনাফা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল মিলসের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ১৭-মার্চ ১৮) বিক্রয় বেড়েছে ৭ শতাংশ। তবে নিট মুনাফা কমেছে ৩ শতাংশ এবং শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৪ শতাংশ। এক্ষেত্রে নিট মুনাফা হ্রাসের কারণ হিসাবে রয়েছে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়। আর আইপিওতে ইস্যুকৃত ১ কোটি ৫০ লাখ শেয়ারের বিপরীতে সংগৃহীত ১৫ কোটি টাকা ব্যবহারের সুযোগ না থাকায় নিট মুনাফার থেকে ইপিএস বেশি হারে কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে ইপিএস হয়েছে ১.১৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের ৯ মাসে হয়েছিল ১.৩৪ টাকা। এ হিসেবে ইপিএস কমেছে ০.১৯ টাকা বা ১৪ শতাংশ। এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৮) ইপিএস হয়েছে ০.২৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের তৃতীয় প্রান্তিকে হয়েছিল ০.৪৮ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.২১ টাকা বা ৪৪ শতাংশ। কোম্পানির ৯ মাসে বিক্রয় হয়েছে ২৭৯ কোটি টাকার। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ২৬০ কোটি টাকার। এ হিসাবে বিক্রয় বেড়েছে ১৯ কোটি টাকার বা ৭ শতাংশ। তবে আগের বছরের ৯ মাসের ১০ কোটি ৩০ লাখ টাকার নিট মুনাফা কমে এ বছরের ৯ মাসে হয়েছে ৯ কোটি ৯৭ লাখ টাকা। এক্ষেত্রে নিট মুনাফা কমেছে ৩৩ লাখ টাকার বা ৩ শতাংশ।
×